পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ব্রহ্মে গমন।
৮৫

সহজে মিলিবার সম্ভবনা আছে ভাবিয়া সুরেশ রেঙ্গুন যাত্রা করিলেন।

 কয়েক দিনের মধ্যেই সুরেশ নির্বিঘ্নে রেঙ্গুনে আসিয়া পৌছিলেন। বলা বাহুল্য তাহার হস্তে সামান্য মাত্রই অর্থ ছিল; যাহা ছিল কোন কাজ না মিলিলে তাহাতে বহু দিন চলিবার সম্ভাবনা ছিল না। কাজেই সুরেশ মনে মনে স্থির করিয়াছিলেন যে, জাহাজ হইতে নামিয়াই কোন কাজের চেষ্টা করিবেন। নূতন স্থানে নূতন লোকের মধ্যে তিনি আসিলেন; — তিনি কাহাকে চিনেন না, কেহ তাহাঁকে চিনে না। যেখানে খুব সস্তায় থাকিতে পারা যায় প্রথমে তিনি সেইরূপ একটা বাসা খুজিতে বাহির হইলেন। কিন্তু তাহার সৌভাগ্যক্রমে জাহাজ হইতে নামিয়া কিছু দূর যাইতে না যাইতে তাহার পূর্ব পরিচিত একটা বন্ধুর সহিত সাক্ষাৎ হইল। ইনি রেঙ্গুনে চাকুরী করিতেছিলেন। সুরেশের নিকট সকল নিয়া তিনি তাহাকে নিজ বাসায় লইয়া গেলেন। সুরেশের বাসার জন্য আর ভাবিতে হইল না। এক্ষণে নিশ্চিন্ত মনে তিনি কোন কাজের সন্ধান করিতে লাগিলেন।

 যেখানে যেখানে চাকুরী পাইবার সম্ভাবনা, পর দিন হইতেই সুরেশ সেই সেই স্থানে গিয়া চাকুরীর চেষ্টা করিতে লাগিলেন। এখন রেঙ্গুন যেরূপ পরিষ্কার পরিচ্ছন্ন হইয়াছে যখন গিয়াছিলেন, তখন সে ছিল না। এরূপ অপরিষ্কার সহর অন্যত্র কোন স্থান ছিল কি না বলা যায় না। তার উপর সহরের রাজপথে রাত্রে দলে দলে বদমাইসগণ ফিরিত;— কাহাকে একাকী নির্জনে পাইলে আক্রমণ করিয়া সর্বস্ব কাড়িয়া লইত।