ষোড়শ পরিচ্ছেদ।
ডাকাতের সহিত যুদ্ধ।
একদিন সুরেশ রেঙ্গুনে নদীতে নৌকারোহণ করিতে গেলেন; সে সময়ে তিনি নৌকা চড়িতে বড়ই ভাল বাসিতেন। যদিও তাঁহার অর্থের সচ্ছলতা একেবারেই ছিল না, তবুও সুন্দর ইরাবতীনদীর স্বচ্ছজলে একবার নৌকারোহণ না করিয়া তিনি নিরস্থ থাকিতে পারিলেন না। কিছু দিয়া একখানি ক্ষুদ্র নৌকা ভাড়া করিয়া তিনি বহুক্ষণ ইরাবতী নদীতে নৌকা চড়িয়া বেড়াইলেন। ক্রমে ফিরিয়া ঘাটে আসিতে প্রায় সন্ধ্যা হইল, তখন তিনি নৌকা হইতে নামিয়া ধীরে ধীরে গৃহাভিমুখ চলিলেন। নৌকার দাঁড় টানিয়া তিনি ঘর্ম্মাক্ত হইয়াছিলেন, এক্ষণে পদব্রজে যাইবার সময় তাঁহার শরীরে মৃদু মধুর বাতাস লাগায় তাঁহার প্রাণ উৎফুল্ল হইয়া উঠিল। সন্ধ্যার পর অন্ধকারে রেঙ্গুনের রাস্থায় যে বিপদের সম্ভাবনা আছে, তিনি তাহা একেবারে ভুলিয়া গেলেন। তিনি সম্পূর্ণ নিরস্ত্র, এমন কি তাঁহার হস্তে একটী ষষ্টিও নাই; তবে কলিকাতার বাল্যকাল হইতে তিনি একগাছি ছোট রুল সঙ্গে সঙ্গে রাখিতেন, এখানেও এটী ছাড়িয়া তিনি কখন কোন স্থানে