কেই ধরিল;—নতুবা উভয়েই গুরুতর আঘাত পাইতেন সে বিষয়ে কোন সন্দেহ নাই।
সুরেশ নিম্নে আসিয়া দাঁড়াইতে পারিলেন না, তাহার মাথা ঘুরিয়া গেল; —তিনি মুর্চ্ছিত হইলেন। বলা বাহুল্য তিনি অর্দ্ধ দগ্ধ হইয়াছিলেন। বিশেষতঃ ধূমে তাহার প্রায় শ্বাসরোধ হইয়া আসিয়াছিল। তিনি নিম্নে পৌছিলে তাহার যে কি হইল, তাহা আর তাহার জ্ঞান নাই। যখন তাহার সংজ্ঞা হইল, তখন তিনি দেখিলেন যে তিনি তাহার বন্ধুর বাড়ীতে শায়িত আছেন;— যে রমণীকে তিনি উদ্ধার করিয়াছিলেন, তিনি ও তাহার আত্মীয় মগগণ বিশেষ যত্নে তাহ'র শুশ্রূষা করিতেছেন। তিনি শুনিলেন যে তাহার পকেটে একখানা কাগজে তাহার বন্ধুর ঠিকানা দেখিয়া লোকেরা তাহাকে সেইখানে লইয়া আসিয়াছিল, নতুবা হয়ত তাহাকে অপরিচিতের আলয়ে যাইতে হইত।
রমণীর শুশ্রুষার কয়েকদিনের মধ্যেই সুরেশ সুস্থ ইয়া উঠিলেন—কিন্তু তিনি বুঝিলেন যে রমণী তাহাকে প্রাণের সহিত ভাল বাসিতে আরম্ভ করিয়াছেন। তিনি এ ভালবাসায় প্রতিদান করিতে অক্ষম, —তিনি রমণীর হৃদয়ে যে বেদনা দিলেন তাহাতে তিনি নিজেও হৃদয়ে বিশেষ বেদনা পাইলেন। কিন্তু উপায় নাই। তিনি যথা সম্ভব শীঘ্র রেঙ্গুন ত্যাগ করিতে স্থিরপ্রতিজ্ঞ হইয়া তাহারই সুবিধা খুঁজিতে লাগিলেন।