পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

উনবিংশতি পরিচ্ছেদ।


কলিকাতায় প্রত্যাবর্ত্তন।


 কলিকাতায় ফিরিয়া আসিয়া সুরেশ কোন পাকা চাকুরী যোগাড় করিতে পারিলেন না। যখন যাহা জুটিতে লাগিল, তখন তাহাই করিতে লাগিলেন; এবং সর্ব্বদাই সর্ব্বত্র চেষ্টায় রহিলেন। তাহার সময় তখন মন্দ,—তিনি শত চেষ্টায় কোন ভাল চাকুরী পাইলেন না। তবে তাহার অনাহারের কষ্ট ছিলনা। আসটন সাহেব তাহাকে সর্ব্বদা অবাধে লণ্ডন মিশন বোর্ডিংয়ে বাস করিতে অনুমতি দিলেন। তিনি ইচ্ছা মত সেইখানে বাস করিতে ও ভোজন করিতে পাইতেন, এ বিষয়ের জন্য তাঁহার কোন চিন্তা ছিল না। তবে ভোজন ও বাসের সংস্থান হইলেও লোকে নিজ খরচের জন্য দুই চারি টাকা চাহে, সুরেশের এক্ষণে তাহারই অভাব।

 মান্দ্রাজ হইতে ফিরিয়া আসিয়া তিনি একদিন বাটীতে যখন তাহার পিতা ও খুল্লতাত ও অন্যান্য পুরুষগণ অনুপস্থিত ছিলেন, সেই সময়ে মায়ের সহিত সাক্ষাৎ করিলেন। তাহার জননী কাহাকে কিছু না বলিয়া তাহাকে কয়েকটী টাকা দিলেন। তিনি তাহাকে মধ্যে মধ্যে গোপনে তাঁহার সহিত সাক্ষাৎ করি-