পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিংশতি পরিচ্ছেদ।


স্বদেশকে বিদায়।

 এইরূপে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ কাটিয়া গেল, সুরেশের আশা পূর্ণ হইবার সম্ভাবনা সেই রূপ সুদূর পরাহতই রহিল। যখন এইরূপে হতাশ চিত্তে কলিকাতায় রাজপথে তিনি ফিরিতেছিলেন, সেই সময়ে এক দিন তাহার সৌভাগ্যক্রমে বি, এস, এন, কোং একখানি জাহাজের কাপ্তেন সাহেবের সহিত তাহার সাক্ষাৎ হইল। কাপ্তেন সাহেবের জাহাজ সম্প্রতি কলিকাতায় আসিয়াছে, মাল নাবান, মাল বোঝাই করা, জাহাজ রঙ্গ করা প্রভৃতিতে জাহাজ প্রায় মাসাধিকের উপর কলিকাতায় থাকিবে। কাপ্তেন সাহেব নিতান্ত দয়াবান ও সদাশয় ব্যক্তি ছিলেন, —ভারতবাসীর প্রতি বিন্দুমাত্র তাহার বিদ্বেষ ভাব ছিল না। তাহার নিকট তিনিও যেরূপ মানুষ, সুরেশও সেইরূপ মানুষ —বিশেষতঃ সুরেশ তাহার স্বদেশীয় ভাষায় তাহার সহিত কথোপকথন করিতে পারেন ইহাতে তিনি সুরেশের সহিত কথাবার্তা কহিয়া বিশেষ প্রীত হইলেন। যদি তাঁহা দ্বারা সুরেশের কোন উপকার হয়, তাহা তিনি আনন্দের সহিত করিবেন বলিয়া তিনি সুরেশকে সাদর সম্ভাষণ করিয়া বিদায় হইলেন।