ষড়বিংশ পরিচ্ছেদ
সুরেশ ফিরিওয়ালা।
লণ্ডন পরিত্যাগ করিয়া সুরেশ কি করিবেন তাহা মনে মনে পূর্ব্বেই স্থির করিয়াছিলেন। তাঁহার নিকট যে যৎসামান্য অর্থ ছিল তাহা দিয়া কতকগুলি দ্রব্য ক্রয় করিলেন। কলিকাতায় যেমন বহুসংখ্যক পুরাতন দ্রব্য বিক্রয়ের দোকান আছে,—এই সকল দোকানে যেমন নানা প্রকার দ্রব্য অতি সস্তায় মিলে লণ্ডনেও এই দোকান অনেক আছে। ভাঙ্গা চুরা নানা দেশের নানা প্রকার দ্রব্য এই সকল দোকানে বিক্রয়ার্থ থাকে। সুরেশ কয় দিন ধরিয়া এই সকল দোকানে গিয়া ভারতীয় দ্রব্য যাহা কিছু সস্তায় পাইলেন তাহা ক্রয় করিলেন। তৎপরে সেইগুলি একটা পোটলায় বাঁধিয়া পীঠে ফেলিয়া পদব্রজে বহির্গত হইলেন। লণ্ডন পরিত্যাগ করিয়া তিনি গ্রামে গ্রামে পরিভ্রমণ করিতে লাগিলেন। তিনি রেলে বা গাড়ীতে কোথাও গেলেন না। রেলে বা গাড়ীতে যাইবার তাঁহার অর্থ ছিল না, ইচ্ছাও ছিল না। হাঁটিয়া গেলে দেশের যত দেখিতে পাওয়া যায়, গাড়ীতে গেলে তাহা কখনও হয় না। বহুদিন হইতে