পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সুরেশ ফিরিওয়ালা।
১৪১

 সুরেশ এইরূপ সুন্দর সুন্দর গ্রামের পর গ্রাম উত্তীর্ণ হইয়া চলিয়াছেন। এই সকল গ্রামের নিকট প্রায় সর্ব্বত্রই ক্ষুদ্র ক্ষুদ্র হোটেল ও সরাই আছে। গ্রামবাসীগণ সন্ধ্যার পর কাজ কর্ম্ম শেষ হইয়া গেলে সকলে আসিয়া এইখানে সমবেত হয়েন। সকলেই কিছু কিছু সুরাপান করেন ও চুরুট খাইতে খাইতে নানা কথোপকথন করিতে থাকেন। এইরূপে অনেক রাত্রি কাটিয়া যায়, তখন সকলে যে যাহার গৃহে প্রস্থান করেন। যে খানে যে দিন রাত্রি হইত সুরেশ সে দিন সেখানকার হোটলেই রাত্রি যাপন করিতেন। সন্ধ্যার পর হোটেলে তাঁহার নানা লোকের সহিত আলাপ পরিচয় হইত, আমোর প্রমোদে, কথাবার্ত্তায় সময় কাটিয়া যাইত।

 সকাল ব্যতীত অন্য সময়ে তিনি দ্রব্যাদি বিক্রয়ে বড় সুবিধা পাইতেন না। অন্য সময়ে সকলেই যে যাহার কাজে চলিয়া যাইত, কাহার সহিত দেখা হইত না,—কাজেই সুরেশ সে সময়ে হোটলে থাকিতেন। কাজেই তাঁহার অনেক সময় কিছুই করিবার থাকিত না। দেখিয়া শুনিয়া সুরেশ লেখা পড়ার উন্নতি করিবার জন্য বিশেষ ব্যগ্র হইয়াছিলেন, এক্ষণে এইরূপ সময় পাওয়ায় ও অর্থের একটু সচ্ছলতা হওয়ায় তিনি পড়া শোনায় মনোনিবেশ করিলেন। এই সময়ে রসায়ন, গণিত, জ্যোতিষ প্রভৃতি শাস্ত্রই তাঁহার প্রিয় ছিল, এবং এই সকল শিক্ষার জন্যই তিনি বিশেষ চেষ্টিত হইতেন। ইন্দ্রজাল, ম্যাজিক প্রভৃতি শিক্ষার জন্য তিনি এই সময়ে ল্যাটিন গ্রীকেরও আলোচনা করিয়াছিলেন। যাহা হউই, তিনি যে কয় বৎসর ফিরিওয়ালা বৃত্তি অবলম্বন করিয়া