পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪২
লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস

বিলাতের গ্রামে গ্রামে ঘুরিয়াছিলেন, সেই কয়বৎসরে লেখাপড়ায় বিশেষ উন্নতি সাধন করিলেন। এক্ষণে আচার ব্যবহার, কথাবার্ত্তা ও শিক্ষায় তিনি শিক্ষিত ইংরাজগণ অপেক্ষা কোন অংশে ন্যূন ছিলেন না। বলা বাহুল্য তিনি এ সময়ে পুরা সাহেব হইয়াছিলেন।