পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫৮
লেফটেন্যাণ্ট সুরেশ বিশ্বাস

-তিনি তাহাদের ভয়াবহ মুখের ভিতর তাঁহার মস্তক প্রবেশ করিয়া দিতেন,—এই সকল ভয়ানক পশু যে তাঁহার প্রাণ নাশ করিতে পারে এক মুহুর্তের জন্য তাহা তিনি তাবিতেন না। ভয় বলিয়া যে কিছু পাদার্থ তাহার হৃদয়ে আছে তাহা বোধ হইত না। একটা ব্যাঘ্রকে তিনি শৈশষ হইতে শিক্ষা দিয়াছিলেন,—ইহার নাম রাখিয়াছিলেন ফ্যানি-এটী ইঁহার এতই অনুগত হইয়াছিল যে কুকুরও বোধ হয় তত হয় না।—সুরেশকে ইহার সহিত খেলা করিতে দেখিলে লোকে স্তম্ভিত, বিস্মিত ও মুগ্ধ হইত। একটা হস্তীকে তিনি এমনই শিক্ষিত করিয়াছিলেন যে তিনি না খাওয়াইলে সে খাইত না। জোগ কার্ল নামক জনৈক ব্যবসায়ী বহু মূল্যে এটী ক্রয় করেন, কিন্তু তিনি এটীকে লইয়া গিয়া মহাবিপদে পড়িলেন। সুরেশের অভাবে সে আহায় পরিত্যাগ করিল-কিছুতেই আহার করিল না। কার্ল সাহেব এমন শিক্ষিত হস্তী পরিত্যাগ করিতে না পারিয়া, অগত্যা তিনি অধিক বেতনে সুয়েশকে আপনার পশুশালায় নিযুক্ত করিতে বাধ্য হইলেন।

জামবাক সাহেবের কার্য্য পরিত্যাগ করিয়া সুরেশ বহু দিবস কার্ল সাহেবের নিকট কাজ করিতে লাগিলেন। এখানেও তিনি বিশেৰ খ্যাতি লাভ করিলেন। হিংস্র পশুগণ যেন তাঁহার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব,—তিনি সর্ব্বদা ইহাদের সহিতই বাস করিতেন,—ইহাদের সহিত, ইহাদের নিকট, আহার বিহার করিতেন-স্বহস্তে ইহাদিগকে আহার দিতেন,—ইনিও ইহাদিগকে ভালবাসিতেন, তাহারাও তাঁহাকে ভাল-