পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬৮
লেফটেন্যাণ্ট সুরেশ বিশ্বাস

য়াছিল। সেই পদ পাইবার জন্য সুরেশ আবেদন করিলেন। সুরেশের ন্যায় পশুপালক ও শিক্ষককে গাইবামাত্র ব্রেজিল-রাজকর্ম্মচারিগণ তাঁহাকে তৎপদে নিযুক্ত করিলেন। তখন সুরেশ সারকাস পরিত্যাগ করিয়া ব্রেজিলের পশুশালায় সুপারিণ্টেডেণ্ট হইলেন! কর্ম্মান্তর গ্রহণে সুরেশচন্দ্র কখনও সঙ্কুচিত নছেন। জীবনে যাঁহার মমতা নাই—প্রাণের আশঙ্কা যাঁহার বাল্যকাল হইতেই দেখা ধার নাই, দুর্দ্দান্ত হিংস্রপশু সিংহ ব্যাঘ্র যাঁহার নিকট ক্রীড়নক মাত্র, কর্ম্মান্তর গ্রহণে সঙ্কুচিত হইবার কারণ তাঁহার পক্ষে অসম্ভব।