পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুস্ত্রিংশৎ পরিচ্ছেদ।



রণবিভাগে।

 একদিন তিনি কথাপ্রসঙ্গে রহস্যচ্ছলে প্রকাশ করেন যে, সুরেশকে সৈনিক সজ্জায় বোধ হয় বড়ই সুন্দর দেখায়। এই রহস্যবাক্য সুরেশের মনে গম্ভীর আদেশ বলিয়া প্রতীত হইল। সৈনিকশ্রেণীভুক্ত হইয়া প্রণয়িনী সমীপে তাঁহার অনুরাগ প্রমাশিত করিতে কৃতসংকল্প হইয়া তিনি সাগ্রহে সেনানীদলে প্রবিষ্ট হইলেন এবং সানন্দে কঠোর সামরিক নিয়মাবলী প্রতিপালনে রত রইলেন। সৈনিক দলভুক্ত হইয়া তিনি দেখিলেন যে, তিন বৎসর কাল অবিচ্ছেদে তিনি এই কর্মে নিযুক্ত থাকিতে বাধ্য, এবং ইচ্ছা করিলেই এখন বার সেই পূর্বের মত দেশ পর্য্যটনে সক্ষম নহেন। একবার যখন তিনি নিয়মাবদ্ধ হইয়াছেন তখন আর পলায়নের উপায় নাই-কারণ, সর্ব্বদেশের সমর নীতির কঠোরবিধান অনুসারে পলাতক সৈনিক মাত্রেই কারাবাস বা প্রাণদণ্ডে দণ্ডিত হইয়া থাকে। বলা বাহুল্য যে, প্রণয়িনীর প্রেমপরীক্ষার্থই তিনি সৈনিকশ্রেণীভুক্ত ইয়াছিলেন,—সম্ভতঃ তিনি নিজ এণয়বেগও দেখাইতে পারিবেন;—দেখাইলেন যে, প্রণয়িনীর জন্য তিনি অগ্নিতে প্রবেশ করিতে