পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮০
লেফটেন্যাণ্ট সুরেশ বিশ্বাস

তাহ বর্ণনাতীত। সুরেশ এই সময়ে এই হাঁসপাতালের কার্য্য নিযুক্ত থাকিয়া মুমুর্ষুগণের আর্তনাদের মধ্যে ও লব পরিবেষ্টিত হইয়া ৰাস করিতেছিলেন;—কিন্তু তিনি এক দিনও কর্তব্য বিমুখ হয়েন নাই,—এক মুহূর্ত্তের জন্যও তাঁহার হৃদয় কম্পিত হয় নাই। বীরসাহসে ও বীর উদ্যমে তিনি হাঁসপাতালের কার্য্য সম্পাদন করিতে লাগিলেন।