পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অবতরণিকা।
১৩

লেসলিযুদ্ধের শিক্ষিত কৃতকর্ম্মা সৈন্যদল এবং প্রসিদ্ধ ত্রিংশবর্ষব্যাপী মহাসমরের সময় পারদর্শী স্বজাতীয় বীরপুঙ্গবগণ ডন্‌বারের প্রসিদ্ধ সমরাঙ্গনে ক্রমওয়েলের ক্ষুধাক্লিষ্ট সৈন্য সম্প্রদায়ের নিকট অপমানিত হইরা কি রূপ ভাবে পলায়ন করিয়াছিল।

 অপক্ষপাতী ইংরাজবর্ণিত এইরূপ পরিচয়ের পুরেও বাঙ্গালীর সাহসিকতা সম্বন্ধে পক্ষ সমর্থনের জন্য প্রবন্ধ বিস্তারের আবশ্যকতা নাই। এ স্থলে আমরা এই মাত্র উল্লেখ করিয়া প্রবন্ধের উপসংহার করিব যে, বাহুবলে বাঙ্গালী শ্রেষ্ঠ না হইলেও আদর্শ মনুষ্যোচিত গুণগ্রামে তাহারা হীন নহে। “শারীরিক বলেই অদ্যাপি পৃথিবী শাসিত হইতেছে বটে কিন্তু শারীরিক বল পশুর গুণ। মনুষ্য অদ্যাপি অনেকাংশে পশু প্রকৃতি সম্পন্ন, সেই জন্য আজিও শারীরিক বলের এতটা প্রাদুর্ভাব। তবে বাহুবল উন্নতির পক্ষে এই জন্য আবশ্যক যে, যে সকল কারণে উন্নতির হানি হয়, সে সকল উপদ্রব হইতে আত্মরক্ষা করা চাই।”