পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশষ্ট
২০৭

বৎসরের ১০ই মে তারিখে আমায় সৈনিক জীবন শেষ হইবে—তখন ইহাকে নমস্কার করিয়া নূতন কার্য্যে ব্যাপত হইব। পূর্ব্বেই বলিয়াছি, আমার যেখানে ইচ্ছা চলিয়া গিয়া এমন কোন উপায় অবলম্বন করিব, যদ্দারা পূর্ব্বের ন্যায় সুখে সচ্ছন্দে ভদ্রলোকের ন্যায় থাকিতে পারি। যদিও বাল্যকালে বাড়ীতে থাকিতে কোন কোন বিষয়ে আমি অতিশয় দুষ্ট ছিলাম তথাপি চিরদিন সরল ও সৎপথে থাকিয়া হৃদয় ও মনের উদারতা রক্ষা করিয়া আসিয়াছি। বিমানচারী বিহঙ্গদিগের ন্যায় পুনরায় যে আমি স্বাধীন হইয়া প্রফুল্লচিত্তে নানাদেশ পরিভ্রমণ করিব ইহা স্মরণ করিয়া আমার যে কি অপার আনন্দ হইতেছে তাহা আর কি বলিব। আবিস্কার বা অনুকরণ কার্য্যের জন্য আমি আবার বিজ্ঞানের চর্চ্চাই করিব। সিংহ, ব্যাঘ্র, ভল্লুক, হস্তী প্রভৃতি দুরন্ত পশুদিগকে শিক্ষা দেওয়া বা শাসন করা—সে বিজ্ঞানের অন্তর্গত নহে। আমি একটী বাক্যালাপী মুণ্ড, বৈদ্যুতিক বালিকা, টেবিলের ক্রীড়া এবং চিত্রবিশিষ্ট স্বচ্ছ বালিকা (যাহার শরীরের অভ্যন্তর দেখা যায়) সৃষ্টি করিব। এদেশে ও অন্যত্র এই চারিটী জিনিষ দ্বারা আমি অর্থোপার্জ্জন করিতে পারিব। কাকা মহাশয়, যাহার অর্থোপার্জ্জন করিবার মস্তিষ্ক আছে এবং সরলহৃদয় আছে, তাহার পক্ষে এ জগতে অর্থ অতি সুলভ সামগ্রী। প্রত্যেক ব্যক্তি আপনার, এবং ঈশ্বর সকলের। পৃথিবীতে আমি আছি ও পৃথিবী আমার জন্য আছে। ঈশ্বরের শক্তি মহান জানিয়া এবং পৃথিবী ঈশ্বরের বলিয়া যদি মনে করিয়া লই, তাহা হইলে আমার সঙ্গে সঙ্গে সকল সৃজিত পদার্থই চলিতে থাকিবে। সকল শাস্ত্র অপেক্ষা চিকিৎসা শাস্ত্রই উচ্চ। আমি উহা