পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশষ্ট।
২১৩

এ সকল আমার কাছে এখন এত সহজ হইয়া গিয়াছে যে, তাহাতে আমি কিছুই নূতনত্ব বা আশ্চর্য্যভাব দেখিতে পাই না। তবে অন্যান্য অনেক অফিসার বিশেষ কার্য্য-কুশলতা দেখাইয়াছিলেন, কিন্তু সন্তাপের বিষয় যে, আর তাঁহাদিগকে ইহজন্মে দেখিতে পাইব না। আমার সামরিক শিক্ষার কথা তবে বলি,—প্রথম অশ্বারোহী দলে সৈনিকরূপে তিন বৎসর কার্য্য করি, পর পদাতিক দলে পাঁচ বৎসর। বিগত ৬ই সেপ্টেম্বর তারিখে যখন বিদ্রোহাগ্নি প্রজ্জ্বলিত হইয়া উঠে এবং আমাদের সেই সুন্দর রায়ো-ডি-জেনিরো উপসাগরে তাবৎ রণপোত সম্মিলিত হইয়া ঘেরিয়া ফেলিয়া, “সান্তাক্রুজ,’’ ‘‘ফেজ, স’’ ও ‘‘জোয়াও’’ নামক সুন্দর সুন্দর দুর্গ সকলের প্রতি গোলা বর্ষণ করিতে থাকে, তখন আমরা বু’ঝতে পারিলাম যে, আমাদিগের কার্য্য আছে। সেই সকল দুর্গ হইতে ভীমনাদে রণপোত প্রতি গোলা ছুটিতে লাগিল। দেখিতে দেখিতে দেশ ব্যাপিয়া চারি দিকে সৈন্য সংগ্রহ হইতে লাগিল। উপসাগর কুলের তাবৎ উচ্চ স্থান মাত্রই সুদৃঢ় রূপে রক্ষিত হইল। যেখানে সেখানে ও সর্ব্বত্রই কাটাকাটি ও প্রতিনিয়ত গোলাবর্ষণ চলিতে লাগিল। সহস্র সহস্র বিদেশী লোক রায়ো-ডি-জেনিরো সহরে বাস করিতেছিল বলিয়া উহাকে বিধংস করিতে না পারিয়া, বিদ্রোহী নৌসেনাগণ বিশখানি রণপোত সমেত নাথিরয় সহরকে আক্রমণ করিল। শেষোক্ত নগর ভূমিসাৎ করতঃ আমরা অতি অল্প সংখ্যক ও পরিশ্রান্ত হইয়া পড়িয়াছি মনে করিয়া তাহারা নগরে অবতরণ করিল। অতঃপর ৯ই ফেব্রুয়ারি তারিখে যুদ্ধ হইল এবং তিনঘণ্টা কাল ভীষণ যুদ্ধের পর নৌসেনাগণ পরাভূত হইয়া কতক পলায়নপূর্ব্বক