পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/২৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২১৪
লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস।

স্বস্ব জাহাজে গিয়া আশ্রয় লইল, অবশিষ্ট আমাদিগের হস্ত বন্দী হইল। পিতৃব্য মহাশয়, আপনি মনে করিবেন না যে, আমি যে পদে অধিষ্ঠিত, তাহা সহজে লাভ করিয়াছি। আমি যে কখনও বিশিষ্ট কর্ম্মচারি বা অফিসার হইতে পারি, তাহা একবারও ভাবি নাই। প্রায় সর্ব্বদাই আমার পদোন্নতির কথা উঠিত কিন্তু আমি বিদেশী বলিয়া খাতা হইতে আমার নাম কাটা গিয়াছে। সম্প্রতি বিদ্রোহাগ্নি জ্বলিয়া উঠিলে আমি ও আমার অন্যান্য সহচর কোন জেনারেলের অধীনে কাজ পাই। উক্ত জেনারেল যদিও আমাকে চিনিতেন না কিন্তু যুদ্ধকালে আমরা কিরূপ দক্ষতার সহিত কার্য্য করিয়াছি তাহা লক্ষ্য করিয়াছিলেন এবং তৎকালে আমার বীরত্ব ও শত্রুপক্ষের গোলাবর্ষণ মধ্যে কি রূপ সাহসের সহিত প্রবেশ করি তাহাও দেখিয়াছিলেন।

 আমি দেশী কি বিদেশী, তিনি তাহা জানিবার জন্য ভ্রূক্ষেপ করেন নাই। আমার দক্ষতাই আমার পক্ষে যথেষ্ট হইয়াছিল এবং তদনুসারে তিনি সাধারণ তন্ত্রের সামরিক সহকারী প্রেসিডেটের নিকট রিপোর্ট করলে আমি লেফ্‌নেণ্টের পদে উন্নীত হই এবং এই পদে থাকিয়া নাথিরয়ের অদৃষ্ট-মীমাংসায় শেষ পর্য্যন্ত আমি সাহায্য করিয়াছি।

 এই সঙ্গে আমি আপনাকে একখানি নাথিরয় যুদ্ধের ছবি পাঠাইতেছি। এইখানে আমার সহকারীগণ আমাকে বিশেষ ভীতিপ্রদর্শন করিয়াছিল আমি কিন্তু কখনই তাহাদিগের প্রতি অসদ্ব্যবহার করি নাই। আপনারা সকলেই বলেন যে, আমি আপনাদিগকে সবিশেষ বিবরণ লিখিয়া পাঠাই কিন্তু পিতৃব্য মহশায়, যুদ্ধের বিভীষিকার বিষয় আর কি বর্ণনা করিব। আমরা