পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/২৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশষ্ট।
২১৭

ঐক্য হয় কি না। সামুদ্রিক ও অন্যান্য লাক্ষণিক বিদ্যাবলে আমি জানিতে পারিয়াছি যে, বৃহস্পতি, মঙ্গল, শুক্র ও চন্দ্র আমার সাতিশয় বলবান। চন্দ্রের বলে আমাকে এত কাল্পনিক করিয়াছে এবং আমায় জলাযাত্রার হেতুভুত হইয়াছে। শুক্রের বলে আমি মনোমত কার্য্যসিদ্ধি করিতে পারিতেছি—কল্পিত বিষয়গুলিকে কার্য্যে পরিণত করিবার উপযোগী ক্ষমতা ও বিদ্যালাভ করিয়াছি। মঙ্গল আমাকে সৈনিকের সাহস ও হঠকারিতা প্রদান করিয়াছে এবং বৃহস্পতির প্রভাবে অনেকগুলি স্ত্রীলোকের সহিত আমার পরিচয় হইয়াছে। আমি ইহাও জানি যে, বুধ, শনি, সূর্য্য প্রভৃতি অন্যান্য গ্রহগণেরও অল্পাধিক আমার উপর দৃষ্টি আছে; তবে তাহাদের ফলাফল জানিবার জন্য আমি সাতিশয় উৎসুক এবং তজ্জন্য তাহাদের স্থান নির্ণয় আবশ্যক। কাকা, আপনি ত জানেন যে, ইউরোপ পর্য্যটনের সময় ইউরোপের সর্ব্বাগ্রগণ্য অধ্যাপকদিগের নিকট আমি এই সকল শাস্ত্রের অনুশীলন করি, ভবিষ্যতে তাঁহাদের নাম ধাম আপনাকে জানাইব। কিন্তু ভগবৎ প্রসাদে যদি বাঁচিয়া থাকি, তাহা হইলে সম্মোহন তত্ত্ব এবং অন্যান্য গূঢ় বিজ্ঞানগুলি আমি সম্যকরূপে অধ্যয়ন করিব—সেই সকল বিষয়ে অধিকতর ব্যুৎপত্তি লাভ করিব। এই সকল বিদ্যাবলেই ত আমাদের ভারতবর্ষীয় প্রাচীন মনস্বীগণ সর্ব্বলোক-আরাধ্য নির্ব্বাণ লাভ করিতেন এবং অদ্যাপি সন্ন্যাসীরা নানাবিধ অদ্ভুত ক্রিয়াকলাপ সাধিত করিয়া থাকেন;—ভূগর্ভে ইচ্ছামত বাস, মুহূর্ত্ত মধ্যে বীজ হইতে বৃক্ষোদ্গম ও তাহা হইতে ফলোৎপাদন প্রভৃতি অলৌকিক কার্য্য ইহারই ফলে। জানি না, এই সকল বিষয়ে আপনার মনোভাব কিরূপ,