পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দ্বিতীয় পরিচ্ছেদ।

নবদ্বীপ ও নবদ্বীপবাসী।

 বঙ্গের যে সকল বিভাগ বীরকীর্ত্তির বিমল গৌরবে বরণীয়, তন্মধ্যে নবদ্বীপের নামোল্লেখ করা যাইতে পারে। নবদ্বীপের নামোল্লেখের সঙ্গে সঙ্গেই কত তেজোগর্ব্বের কথা, কত সাধনাসিদ্ধির সুমহতী কাহিনী, কত পূণ্যপবিত্রতা-পাণ্ডিত্যের প্রকাশ, স্মরণে আইসে। আর মনে পড়ে, নদীয়ার সেই পূর্ণ শশধর গোরাচাঁদের কাঙাল বেশের অতুল মহিমা। বঙ্গের যাহা সার সম্পত্তি নবদ্বীপেই তাহার পূর্ণ প্রকাশ। আমরা একে একে সংক্ষেপে সেই আলোচনাই করিব।

 এখন আর সে নবদ্বীপ নাই। অতীত গৌরব হ্রাসের সহিত ভাগিরথীর পুণ্যগর্ভে তাহার অধিকাংশই অন্তর্হিত হইয়াছে। এখন ভাগিরথীর পশ্চিম দিকে নূতন নবদ্বীপ।

 রাজধানীর নামানুসারে যেমন কোন কোন স্থলে সেই প্রদেশের নামকরণ হইয়া থাকে, নবদ্বীপ সম্বন্ধেও সেইরূপ। প্রসিদ্ধ বৈষ্ণব নরহরি দাস বলেন,

‘‘নয়দ্বীপে নবদ্বীপ নাম।
পৃথক্‌ পৃথক্‌ কিন্তু হয় একগ্রাম।
যথা কোন রাজধানী স্থান।
যদ্যপি অনেক তথা হয় এক নাম॥