দশম পরিচ্ছেদ
মেমসাহেব ও পদ্ম।
বরাহ শিকার ঘটনা সুরেশের জীবনের একটা শুভ ব্যাপার। কারণ সেই দিন হইতে সুরেশ নাথপুরের নিকটস্থ ইংরাজসমাজে প্রবিষ্ট হইতে সক্ষম হইলেন। সে সময়ের ইংরেগণ যে দেশীয়দিগের সহিত মেশামিশি করিতে ইচ্ছা করিতেন না, এ রূপ নহে, বরং দেশীয়গণই ইংরাজদিগের সহিত মেশামিশি করিতে সম্পূর্ণ অনিচ্ছুক হইতেন। তখন হিন্দুয়ানীর প্রতাপ এখন হইতে অনেক গুণ অধিক ছিল, সুতরাং ম্লেচ্ছ সাহেব দিগের প্রতি লোকের কেমন একটা হৃদরের বিতৃষ্ণা ছিল। তখনকার নীলকুঠিয়াল সাহেবগণ তাঁহাদের নিজের কাজ ও ব্যবসার জন্য দেশীয়দিগের সহিত মিশিয়া দেশীয়দিগের সামাজিক আচার ব্যবহার সকল সর্ব্বদাই বিশিষ্টরূপে বিদিত হইতে পারিতেন, কিন্তু তাহাতেও তাঁহারা কখনও দেশীয়গণের সহিত মেশামিশি করিতে পারিতেন না। উভয়ের মধ্যে বিশেষ পার্থক্য বিরাজ করিত।
বরাহ শিকার দিবস হইতে সুরেশ প্রয় মধ্যে মধ্যে নাথপুরের নিকটস্থ নীলকুঠিতে গমনাগমন করিতেন। সাহেব