এই পাতাটির মুদ্রণ সংশোধন করার সময় সমস্যা ছিল।
৫৮
লেফটেন্যান্ট সুরেশ বিশ্বাস।
ঘূরে তা কে বলিতে পারে? মেম সাহেব যে দিন সুরেশকে বিদায় দেন, সে দিন তিনিও ভাবেন নাই যে তাহারা ভিন্নভাবে তিন অবস্থায় তাহাদের সুরেশকে আবার এক দিন দেখিতে পাইবেন। সাহেব ও মেম সাহেব উভয়ই যাহাতে সুরশের উপকার যা সাহায্য হয় এরূপ কিছু করিতে চাহিলেন,-কিন্তু সুরেশ পরের উপকায় প্রাণী নহেন, তিনি সাহেষ ও মেমের নিকট বিদায় লইয়া বালিগঞ্জে অগিমন করিলেন।