পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

একাদশ পরিচ্ছেদ।

গঙ্গাবক্ষে।

 এই সময়ে সুরেশ নৌকারোহণ ও দাঁড়টানিতে বড় ভালবাসিতেন। নাথপুর ইচ্ছামতীর তীরে অবস্থিত—ইচ্ছামতী বাঙ্গলাদেশের একটা সুন্দর নদী,—যেখানে নদী আছে, সেখানে জেলে আছে, এবং যেখানে জেলে আছে, সেখানে জেলেডিঙ্গি ও আছে। সুরেশ তাঁহার সঙ্গীদিগের সহিত প্রায়ই মধ্যে মধ্যে এই সকল জেলেডিঙ্গি চড়িয়া ইচ্ছাসতীর স্বচ্ছবক্ষে দাঁড় ফেলিতে ফেলিতে বহু দুরে চলিয়া যাইতেন। এরূপ নৌকাবিহারে সর্ব্বদাই বিপদের আশঙ্কা আছে,—বিশেষতঃ বালকগণের পক্ষে এরূপ নৌকারোহণে জলমগ্ন হওয়ার কোনই বিচিত্র নাই, কিন্তু সৌভাগ্যের বিষয় নাথপুরে থাকিরা সুরেশ বা তদনুসঙ্গীগণের কোনই বিপদ ঘটে নাই।

 বালিগঞ্জে আসিয়া আর নৌকা চড়িতে না পারিয়া সুরেশের হৃদয় বড়ই বিষণ্ণ হইল। যেখানে সুরেশ বাস করিতেন সেখান হইতে গঙ্গা বহু দূরে; সেখান হইতে গঙ্গায় গিয়া নৌকা চড়া বা দাঁড়টানা সহজ কার্য্য নহে, তবে সুরেশ কোন কার্য্যেই পশ্চাৎপদ হইবার লোক ছিলেন না, —কিন্তু তাঁহার পিতা এরূপ