পাতা:লোকরহস্য-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సీe লোকরইস্ত রাম। একটু নোক্স লেগেছে ; তা কি ধরতে আছে? স্ত্রী। আহা, তাই ত । ছ’ড়ে গেছে যে ? অধঃপেতে ড্যাকর মিন্‌সে I সকাল বেলা মরুতে আমার বাড়ীতে হাত কাড়াকড়ি করতে এয়েছেন। আবার নাকি হুটোহুটি খেলা হবে ? অধঃপেতে মিনূসের সঙ্গে ও সব খেলা খেলিতে পাবে না। রাম। সে কি ? খেলার কথা কখন হ’লে ? স্ত্রী। ঐ যে সেও বল্লে, হাডু ডু ডু ।” তুমিও ব’লে, “হঁাডু ডু ডু।” ত, ই ডু ডু ডু খেলবার কি আর তোমাদের বয়স আছে ? রাম। আঃ, পাড়াগেয়ের হাতে পড়ে প্রাণটা গেল! ওগো, ই ডু ডু ডু নয় ; হাডুডু-অর্থাৎ How do ye do ? উচ্চারণ করিতে হয়, “হ ডু ডু।” স্ত্রী । তার অর্থ কি ? রাম। তার মানে, “তুমি কেমন আছ ?” - স্ত্রী। তা কেমন ক’রে হবে ? সে তোমায় জিজ্ঞাসা করলে, “তুমি কেমন আছ”, তুমি ত কৈ তার কোন উত্তর দিলে না,—তুমি সেই কথাই পালটিয়া বলিলে । রাম । সেইটাই হইতেছে এখনকার সভ্য রীতি । স্ত্রী। পালটে বলাই সভ্য রীতি ? তুমি যদি আমার ছেলেকে বল, “লেখাপড় করিসূনে কেন রে ছুচে " সেও কি তোমাকে পালটে বলবে, “লেখাপড়া করিসূনে কেন রে ছুচে ?” এইট। সভ্য রীতি ? রাম। তা নয় গো তা নয়। কেমন আছ জিজ্ঞাসা করিলে, উত্তর না দিয়া পালটে জিজ্ঞাসা করিতে হয়, কেমন আছ। এইটা সভ্য রীতি । স্ত্রী । ( যোড়হাতে ) আমার একটি ভিক্ষা আছে। তোমার বেলা অমুখ— আমায় দিনে পাচ বার তোমার কাছে খবর নিতে হয়, তুমি কেমন আছ ; আমায় যেন তখন হ ডু ডু বলিয়া তাড়াইয়া দিও না। আমার কাছে সভ্য নাই হইলে । রাম । না, না, তাও কি হয় । তবে এ সব তোমার জেনে রাখা ভাল । স্ত্রী। তা বলে দিলেই জানতে পারি। বুঝিয়ে দাও না । আচ্ছ, খামবাৰু এলো আর কি কিচিরমিচির করে বল্পে আর চলে গেল ; যদি হাডুডু ডু খেলার কথা বলতে আসেনি, তবে কি করতে এয়েছিল ? রাম। আজ নূতন বৎসরের প্রথম দিন, তাই সম্বৎসরের আশীৰ্ব্বাদ করতে এয়েছিল।