এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
তাহা করেন নাই, ইহা মহাপাপ।" তখন একটি রূপী বানর বলিয়া উঠিল, “আমি এই সকল বস্তৃতার মধ্যে হাজার এক দোষ তালিকা করিয়াবাহির করিতে পারি। আমি হাজার এক স্থানে বুঝিতে পারি নাই। যাহা আমার বিদ্যাবুদ্ধির অতীত, তাহা মহাদোষ বই আর কি ?” আর একটি বানর কছিল, “আমি বিশেষ কোন দোষ দেখাইতে পারি না। কিন্তু । আমি বায়ার রকম মুখভঙ্গী করিতে পারি; এবং অশ্লীল গালিগালাঙ্গ দিয়া আপন সভ্যতা এবং রসিকতা প্রচার করিতে পারি।” - এইরূপে বানরের ব্যাস্ত্রদিগের নিন্দাবাদে প্রবৃত্ত রহিল। দেখিয়া এক স্কুলোর বানর বলিল যে, “আমরা যেরূপ নিন্দাবাদ করিলাম, তাহাতে বৃহল্লাল বাসায়গিয়া মরিয়া থাকিবে। আইস, আমরা কদলী ভোজন করি।”