পাতা:লোকরহস্য-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मांच्wष्ठा कeविशिद्र आहेन එI ১৭ ধারা। যে কেহ আপন স্ত্রী ভিন্ন অঙ্ক স্ত্রীলোকের প্রতি আসক্ত, তাহার অপরাধের নাম লাম্পট্য। অর্থের কথা প্রথম। স্ত্রী ভিন্ন অন্ত কোন যুবতী স্ত্রীলোকের প্রতি কিছুমাত্র দয়া বা আমুকুল্য করিলেই লাম্পট্য গণ্য হইবে। উদাহরণ , রাম কামিনীর স্বামী। বাম অন্য এক যুবতী। বামার শিশু সন্তানটি দেখিতে সুন্দর বলিয়া, রাম তাহাকে আদর করে বা তাহার হাতে মিঠাই দেয়। রাম বামার প্রতি আসক্ত । অর্থের কথা দ্বিতীয় । স্বামীদিগকে নিষ্কারণে এ অপরাধে অপরাধী বিবেচনা করা, স্ত্রীলোকদিগের অধিকার রহিল। আমি এ অপরাধ করি নাই বলিয়া কোন স্বামী খালাস পাইতে পরিবে না। “অপরাধ করিয়াছে” বলিলেই এ অপরাধ সপ্রমাণ হইয়াছে বিবেচনা করিতে হইবে। অর্থের কথা তৃতীয়। নিষ্কারণে স্বামিগণকে এ অপরাধে অপরাধী বিবেচনা করিবার অধিকার, প্রাচীন স্ত্রীদিগের পক্ষে বিশেষরূপে বৰ্ত্তিবে, অথবা যাহাদিগের স্বামী কুৎসিত বা প্রাচীন, তাহাদিগের পক্ষে বত্তিবে। যদি কোন যুবতী স্ত্রী এ অধিকার চাহেন, তবে তাহাকে অগ্ৰে প্রমাণ করিতে হইবে যে, তিনি নিজে বদমেজাজি বা আদুরে মেয়ে বা তিনি নিজে কদাকারা । ১৮ ধারা। যে কেহ লম্পট হইবে, সে এই আইনের লিখিত সকল প্রকার দণ্ডের দ্বারা দণ্ডনীয় হইবে এবং তাহার অন্য দণ্ডও হইতে পারিবে । সপ্তম অধ্যায় পলটন এবং নাবিকসেনা সম্বন্ধীয় অপরাধ ১৯ ধারা। এ আইনে পলটন অর্থে ছেলের দল। নাবিকসেনা ঝি বউ। ২০ ধারা। যে স্বামী, পুত্র বা কঙ্কা বা বধুকর্তৃক গৃহিণীর প্রতি বিদ্রোহিতার সহায়তা করিবে, সে তিরস্কার ও রোদনের দ্বারা দগুনীয় হইবে। r 'ു.