পাতা:লোকরহস্য-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

cडीमाब भी उथम कॅक्ट्रिक भांब्रड कब्रिन । श्रीभि उषम छाशब्र नकांबनश्न পূর্বক বলিলাম, “উনি বা বলিলেন, তা হতে পারে। অনেক সময়েই শুনা যায়, অনেকের । বিষয় লইয়া ভূতগণ আপনাদিগের পিতৃত্বত্য সম্পন্ন করে। কখন শোনেন নাই, অমুকের টাকাটায় ভূতের বাপের শ্রাদ্ধ হইতেছে ?” কথাটা শুনিয়, পণ্ডিত মহাশয় ঠিক বুঝিতে পারিলেন না, আমি ব্যঙ্গ করিতেছি, কি সত্য বলিতেছি। কেন না, বুদ্ধিটা কিছু স্থল। তাকে একটু ভেস্ট পান দেখিয়৷ আমি বলিলাম, “মহাশয়, এ বিষয়ের প্রমাণ প্রয়োগ ত সকলই অবগত আছেন। মনু বলিয়াছেন,— “কৃপণানাং ধনঞ্চৈব পোষাকুষ্মাণ্ডপালিনাম্। ভূতানাং পিতৃশ্ৰাদ্ধেযু ভবেন্নষ্টং ন সংশয়ঃ "* পণ্ডিত মহাশয়ের সংস্কৃতজ্ঞান ঐ ভূ ধাতুর উত্তর ক্ত পৰ্য্যন্ত । কিন্তু এ দিকে বড় ভয়, পাছে সেই শিষ্যমণ্ডলীর সম্মুখে, বিশেষতঃ ভোদার মার সম্মুখে আমার কাছে পরাস্ত হয়েন—অতএব যেমন শুনিলেন, “ভূতানাং পিতৃশ্ৰাদ্ধেযু ভবেন্নষ্টং ম সংশয়ঃ।” অমনই উত্তর করিলেন, “মহাশয়, যথার্থই আজ্ঞা করিয়াছেন। বেদেই ত আছে-- “অস্তি গোদাবরীতীরে বিশালঃ শাম্মলীতরুঃ” শুনিয়া ভোদার মা বড় তৃপ্ত হইল। এবং পণ্ডিত মহাশয়ের ভূয়সী প্রশংসা করিয়া বলিল, “তা, বাবা ! তোমার এত বিদ্যা, তবু আমার ছেলে মার কেন ?” পণ্ডিত । আরে বেটি, তোর ছেলেকে এমনই বিদ্বান করিব বলিয়াই ত মারি । না মারিলে কি বিদ্যা হয় ? ভোদার মা । বাবা । মারিলে যদি বিদ্যা হয়, তবে আমাদের বাড়ীর কর্তাটির কিছু হলো না কেন ? কটায় বল, কোস্তায় বল, আমি ত কিছুতেই কমুর করি না। পণ্ডিত। বাছা । ও সব কি তোমাদের হাতে হয় ? ও আমাদের হাতে । ভোদার মা। বাবা । আম দের হাতে কিছুই জোরের কসুর নাই । দেখিবে ? এই বলিয়৷ ভোদার মা একগাছা বাকারি কুড়াইয়া লইল । পণ্ডিত মহাশয়, এইরূপ হঠাৎ অধিক বিদ্যালাভের সম্ভাবনা দেখিয়া সেখান হইতে উৰ্দ্ধশ্বাসে প্রস্থান করিলেন।

  • অস্তার্থ। কৃপণদিগের খন আর র্যাহারা পোষ্মপুত্ররূপ কুখাওগুলি প্রতিপালন করেন, তাহাদিগের ধন ভূতের বাপের প্রান্ধে নষ্ট হইবে সন্দেহ নাই।