পাতা:লোকরহস্য-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6यांभा कधी yళి পিতা বেত্ৰহন্তে পুত্রের পিছু পিছু ছুটিলেন। পুত্র পলাইতে পলাইতে বলিতে লাগিল, “বাবা শাস্ত্র জানে না।” কিছু পরে সেই সুশিক্ষিত বালকের পিতা শুনিলেন যে, সে ও পাড়ায় শিরোমণি ঠাকুরের টোলে গিয়া শিরোমণি ঠাকুরকে বিলক্ষণ প্রহার করিয়াছে। ছেলে ঘরে এলে পিতা জিজ্ঞাসা করিলেন, “আবার এ কি করেছিস ?” ছেলে। কি করি বাবা । তুমি ত ছাড়বে ন—বেত মারিবেই মারিবে। তাই আপন আপনি সেই বেত খেয়েছি । , পিতা। সে কি রে বেটা —আপন আপনি কি ? শিরোমণি ঠাকুরকে মেরেছিস্ যে ? - ছেলে। বাবা—আত্মবৎ সৰ্ব্বভূতেষু—শিরোমণি ঠাকুরে আর আমাতে কি আমি তফাৎ দেখি ? পিতা প্রতিজ্ঞ করিলেন, ছেলেকে আর লেখা পড়া শিখাইবেন না।