পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পণ্ডিত মশাই হৰে । আমারই ভুল হয়েছে বৃন্দাবন, এতদিন আমি নিজে যাইনি। জাসবার সম্বর নিজের হাতে বালা দু’গাছি পরিয়ে দিয়ে আশীৰ্ব্বাদ করলুম, বৌমা পায়ের মূলে মাখায় নিয়ে চুপ করে দাড়ালেন। তখন বুঝেছি, আমার মাথার ভার নেমে গেছে। তুই দেখি দিকি, প্রথম যেদিন একটা তাল দিন পাৰ, সেইদিনেই ঘরের লক্ষ্মী ঘরে জানৰ । • বৃন্দাবন ক্ষণকাল মৌন থাকিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু এসে তোমার বংশধরটিকে দেখবে ত ? মা তৎক্ষণাৎ বলিলেন, দেখবে বৈকি ! সে ভয় আমার নেই। কেন নেই মা ? মা বলিলেন, আমি সোনা চিনি বৃন্দাবন । অবশু খাটি কি-না, এখন বলতে পারিনে, কিন্তু পেতল নয়, গিলটি নয়, এ-কথা তোকে আমি নিশ্চয় বলে দিলুম। তা নইলে আমার এমন সংসারে তাকে আনবার কথা তুলতুম না । হারে বৃন্দাবন, বেীমা কি তোর সঙ্গে বরাবরই কথা কন ? কোনদিন নয় মা। তবে আজ বোধ করি বিপদে পড়েই,-বলিয়া বৃন্দাবন একটু খানি হাসিয়া চুপ করিল। - মা একমুহূৰ্ত্ত স্থির থাকিয়া ঈষৎ গষ্ঠীর হইয়া বলিলেন, সে ঠিক কণা বাছা । তার দোষ নেই ; সবাই এমনই ৷ মানুষ বিপদে পড়লেই তখন যথার্থ আপনার জনের কাছে ছুটে আসে । আমি ত মেয়েমানুষ বৃন্দাবন, তবুও সে তার দুঃখের কথা আমাকে জানায়নি, তোকেই জানিয়েচে । বৃন্দাবন চুপ করিয়া শুনিতে লাগিল । তিনি পুনরায় কহিলেন, আমার আর একটা কাজ রইল, সেটা কুৰ্ব্বনাথকে সংসারী করা, বলিয়াই তিনি নিজের মনে হাসিয়া উঠিলেন । শেষে বলিলেন, সে বেশ লোক, পাড়া-শুদ্ধ নেমস্তন্ন করে বাড়ি ছেড়ে পালিয়ে গেল—তার পর যা হয় তা হোক । বৃন্দাবনও নিঃশব্দে হাসিতে লাগিল । মা বলিলেন, শুনলুম, বোমাকে সে ভারি ভয় করে—বড় ভাই হয়েও ছোট ভাইটির মতই আছে। এক-একজন রাশভারি মানুষ আছে বৃন্দাবন, তাদের ভয় না করে থাকার জো নেই—ত বয়সে বড়ই হোক আর ছোটই হোক। আমার বেীমাও সেই ধাতের মামুঘ–শাস্ত, অথচ শক্ত। এমনি মানুষই আমি চাই, যে ভার দিলে ভার সইতে পারবে। তবেই ত আমি সংসার ছেড়ে নিশ্চিন্ত হয়ে একবার বেরিয়ে পড়তে পারব । • ক্ষণকাল চুপ করিয়া তখনি বলিয়া উঠিলেন, একটি দিনের দেখায় তাকে কি যে ভালবেসেচি, তা আমি তোকে মুখে বলতে পারব না—সারা সন্ধ্যেবেলাটা কেবল মনে হয়েছে, কতক্ষণে স্বরে নিয়ে আসব, আবার কতক্ষণে দেখব । ᎼᏩ?a