পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ যদি আমার মৃত্যু-সংবাদ পাও, তা হলে ফিরবে ? : হেম ব্যথিত হইয়া বলিল, ও কি কথা গুণীদা ? গুণী বলিল, বলা যায় না ভাই, তাই সময় থাকতে বলে রাখা ভাল। জামার উইলের মধ্যে তোমাকে টাকা দেবার ব্যবস্থা থাকবে । জার থাকবে এই বাড়িট । যদি এদেশে এস, এই বাড়িতে এই ঘরে শুয়ো, এই আমার অনুরোধ। হেম কি একটা কথা বলিতে যাইতেছিল, কিন্তু তাহ চাপিয়া গিয়া বলিল, আমি বলছি গুণীদা, তোমার কোন ভয় নেই। এখন শরীরটা দুৰ্ব্বল বলেই ওসব মনে হচ্ছে। বোধ হয় তাই হবে, বলিয়া গুণী বাহিরের বৃষ্টির দিকে চাহিয়া রহিল। হেম বিষয়মুখে বাহির হইয়া গেল । সন্ধ্যার কিছু পরে স্বারের বাহির হইতে ঘরের মধ্যে অন্ধকার দেখিয়া হেম রাগিয়া উঠিয়া ডাকিল, নন্দা। বাবুর ঘরে আলো জেলে দিস্নি ? গুণী ভিতর হইতে কহিল, আমি মান করেছিলাম । না চুটিয়া আলিলে হেম তাহাকে একটা সেঙ্গ জালিয়া আনিতে বলিয়া অন্ধকার ঘরের মধ্যে ঠাহর করিয়া গুণীর পায়ের কাছে খাটের উপর গিয়া বসিল । নন্দা ঘরে আলো জালিয়া দিয়া গেল, হেম গুণীর পায়ের উপর হাত রাখিতেই সে পা সরাইয়া লইল। হেম ব্যথা পাইয়া বলিল, তুমি কি আর আমাকে পায়ে হাত দিতে দেবে না ? গুণী বলিল, কাজ কি ভাই, তোমার গুরুর হয়ত নিষেধ থাকতে পারে। হেম বুঝিল যে, সে আসিয়া অবধি পায়ের ধূলা লয় নাই, গুণী তাহা লক্ষ্য করিয়াছে। কিন্তু উত্তর দিতে পারিল না, চুপ করিয়া রহিল। কিছুক্ষণ পরে বলিল, গুণীদা, আমার উপর রাগ করেছ ? আমি কি কোনদিন তোমার উপর রাগ করেছি হেম ? ८श्य उ९क्रभो६ अन्नउशं श्ब्रां पलिल, ८कांनमिन बां-किरू श्रांछ ७नश कथा বলছিলে কেন ? . कि कथां छाँझे ? উইল করবার কথা, আরো কত কি কথা, আমি বলছি গুণীনা, তুমি ভাগ হয়ে যাবে। তুমি কিছু ভয় করে না। গুণী একটুখানি হাসিয়া বলিল, ভাল না হওয়ায় আমার কি খুব ভয় বলে ८रङfथाख्न गएन इच्ने ? হেষ বাদ কাজ হইয়া বলিল, তোমার পায়ে পড়ি, তুমি ওসব কথা বলে না। ভূমি ভাল না হলে আমি বঁাচৰ কি করে ? ૨ટર