পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুভদ। কিন্তু একি ভাল ? ভাল নয় তা জানি ; কিন্তু কি করব ? আমার সময় ভাল হলে ছলনাও বলত না, আমাকেও শুনতে হত না । ললনাও বুঝিল জননীর কথা নিতান্ত মিথ্যা নহে! পরদিন প্রায় এই সময়েই সে অত্যন্ত বিষন্নমুখে জননীর নিকট আসিয়া দাড়াইল । শুভদা মুখপানে চাহিয়া বলিল, কি হল ? ললনা একটা টাকা বাহির করিয়া দিয়া বলিল, কৃষ্ণপিসিমা বললেন, আর কাটলেও রক্ত নেই, কুটলেও মাংস নেই! তোমার বাবাকে কিছু উপায় করতে বল, না হলে আমি দুঃখী মানুষ আর টাকা-কড়ি কিছু দিতে পারব না। সকল কাজ-কৰ্ম্ম সেদিনের -মত সম্পন্ন হইলে ললনা মাধবের নিকট আপিয়া বসিল । * , মাধব বলিল, দিদি, তার কি হ’ল ? কার কি মাধু ? মাধু থামিয়া বলিল, সেখানে যাবার ? ললনাও অল্প থামিল, অল্প চিন্তা করিল তাহার পর বলিল, সেই কথাই আজ তোকে বলব মাধু। মাধব সাগ্রহে একেবারে উঠিয়া বসিল—কি দিদি ? কবে যাওয়া হবে ? আমি কাল যাব। কাল যাবে ? আর আমি ? আমি আগে যাই, তার পরে যেয়ো । মাধব ব্যস্তসহ বলিল, কেন, একসঙ্গেই যাই চল না ! ললনা বলিল, না, তা হলে মা বড় কঁদিবে। মাধব ক্ষুণ্ণ হইল—কাজুক গে । ছি, তা কি হয় ? আমি যাই। আবার কবে আসবে ? তুমি যেদিন যাবে, সেইদিন আর একবার আসব। তার মধ্যে আর আসবে না ? না । আমি কবে যাব ? আমি যেদিন নিতে আসব। (to