পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

yಿಗೆ শঙ্কিত হুইল। জয়াবতীর মনে হইল—মালতীকে লইয়া যাওয়া বড় স্বখের বিষয় হইৰে না । স্বরেক্সবাবুর নিকট – মালতী বলিল, তোমাদের বাড়ি কোথায় ? নারায়ণপুরে । কোথায় যাচ্ছিলে ? বেড়াতে । বাবুর শরীর ভাল নয়, তাই— আরও দুই-চারিটা কথাবার্তার পর সে রাত্রের মত দুইজনে নিদ্রিত হইয়া পড়িল । २ রাত্রিট স্বরেন্দ্রবাবুর ভাল নিদ্রা হইল না, সেইজন্য অতি প্রহ্লাবেই শয্যা ত্যাগ করিয়া উঠিলেন। হাত-মুখ ধুইয়া গুড়গুড়ির নল মুখে লইয়া ছাদের উপর আলিয়া বসিলেন । হাওয়ার জোর ছিল, পাল তুলিয়া মাঝি-মাল্লার বজরা খুলিয়া দিল। একটু বেলা হইলে, জয়াবতীকে ডাকিয়া বলিলেন, স্ত্রীলোকটির কিছু জানতে পেরেছ ? সমস্ত । বাড়ি কোথায় ? মহেশপুরে । মহেশপুরে কোথায় ? তা জানিনে। এখান থেকে দশ-বার ক্রোশ উত্তরে । বাপের নাম কি ? জিজ্ঞাসা করি নি । স্বরেন্দ্রবাবু হাসিয়া বলিলেন, সব খবরই জেনেছ দেখছি! স্বামীর নাম কি ? স্বামী নেই । শ্বশুরবাড়ি কোথায় ? বলে নি । স্বরেন্দ্রবাবু একটু চিন্তা করিয়া বলিলেন, কি জাত জান কি ? না | नांत्र छांन ? জানি ; মালতী { মালতীর যদি আপত্তি না থাকে ত একবার জামায় কামরায় ডাকতে ব’লো—জামি అ