পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুভদা স্বরেন্দ্রনাথের যেন চমক ভাঙ্গিল। শিহরিয়া উঠিয়া বলিলেন, আমার স্ত্রী ! সে ত অনেকদিন মরেছে। জয়াবতী ? স্বরেন্দ্রনাথ শুষ্ক হান্স করিলেন ; বলিলেন, জয়া আমার স্ত্রী নয়—তাকে কখন বিবাহ করি নাই । তবে কি ? কিছু নয়—কিছু নয়। তুমি আমার সব, সে কেউ নয়—তুমি সব—তুমি সমস্ত । এবার মালতী তাহার গ্রীবা বেষ্টন করিল, ক্রোড়ে মুখ লুকাইল,—ছিঃ ছিঃ ! মুক্তকণ্ঠে কহিল, আমি তোমার চিরদাসী, আমাকে পরিত্যাগ ক'রো না। না, কখন না । তবে আমাকে নিয়ে চল । চল । অ{জ । এখনি । এই সময়ে বাহিরে শত-সহস্র কণ্ঠে নানাকষ্ঠে নানরূপে চীংকার করিয়া উঠিল, DD DDSDDB gg SBBBS BBSBB BDSBBDSB BB g iSBBBBS নাথ দুটিয়া বাহির হইয়া আসিলেন, সঙ্গে সঙ্গে মালতী ও বাহির হইয়া পড়িল ; স্বরেক্সনাথ দেখিলেন, এ পারে ৪-পারে, চতুর্দিকে মাঝি-মাল্ল, মুটে-মজুর সমস্ত সমবেত হইয়া চীংকার করতেছে এবং কিছু দূরে প্রায় মধ্যগঙ্গায় একখানা পানসি স্টিমারে ধাক্কা লাগিয়া ধীরে ধীরে ডুবিয়া যাইতেছে । চক্ষুর নিমেষে স্বরেন্দ্রনাথ বুঝলেন কি ঘটিয়াছে ; চীংকার করিয়া উঠিলেন, ওতে আমার জয়া আছে—সঙ্গে সঙ্গে জলে ঝাপাইয় পড়তেছিলেন, কিন্তু পার্শ্ব হইতে মালতী ধরিয়া ফেলিল । সুরেন্দ্রনাথ পাগলের মত ছটফট করিয়া আবার চীৎকার করিলেন, ধোরো না, ধোরো না – আমার জয় যায় যে ! ততক্ষণে ক্ষুদ্রপ্রাণ নৌকাখানি প্রকাণ্ড স্টিমারের তলদেশে ধীরে ধীরে তলাইয়া গেল। সুরেন্দ্রনাথও মাঝি-মাল্লা, ভূত্য প্রভৃতির হস্তে মূৰ্ছিত হইয়া পড়িলেন। ! জ্ঞান হইলে, প্রথমে চক্ষুরুন্মীলন করিয়া স্বরেন্দ্রনাথ আকুলভাবে বলিয়৷ লন, জয় ! পার্থে মালতী বসিয়া শুশ্ৰুষা করিতেছিল আর চক্ষু মুছিতেছিল, র্তাহার কথার ভাবে সে আরো অধিক কবিয়া চক্ষু মুছিতে লাগিল। তিনি কিন্তু Ե Ց