পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5ब्रिुइँौन উপর পরিপাটি করিয়া আহাৰ্য্য সাজাইয়া দিয়া কাছে বসিয়া একান্ত আগ্রহের সহিত বলিল, তার পরে ? সতীশ একখণ্ড লুচি মুখে পুরিয়া দিয়া বলিল, সে একটা বিয়ে দিতে যাবার কথা, বৌঠাকরুণ। উপীনদী একজন মস্ত ঘটক—কত লোকের যে বিয়ে দিয়েচেন ঠিক নেই। আমাদের দলের একটি ছেলের বিয়ে, উপনদা ঘটকালী থেকে শুরু করে সমস্ত উদ্যোগআয়োজন নিজের হাতে করেন । অথচ, বিয়ের রাত্রে দাদাকে আর পাওয়া গেল না । ছোটবোঁর শরীর ভাল নেই বলে কিছুতেই ঘর থেকে বার হলেন না। আমরা সমস্ত লোক মিলে ও— সে কি অনুরোধ বৌঠাকরুণ! কিছুতেই না। পাথরের দেবতা হলে বর পাওয়া যেত, কিন্তু উপীনদাকে রাজি করানো গেল না। তাল আছি বলে ছোটবোঁ নিজে অনুরোধ করাতে বললেন, তোমার ভাল-মন্দ বিবেচনা করবার ভার আমার ওপরে, তোমার নিজের ওপর নয়, তুমি চুপ করে। কিরণময়ী স্তব্ধ হইয়া বসিয়া রহিল। তাহার সমস্ত বিগত জীবন, তাহারই হৃদয়ের অন্ধকার অন্ত:স্তলে নামিয়া আঁচড়াইয়া আঁচড়াইয়া কি যেন একটা রত্ন খুজিয়া ফিরিতে লাগিল। কিন্তু সতীশ কিছুই বুঝিল না! কোন কাহিনী কোথায় কি করিয়া বাজে, সে তার কি সংবাদ রাখে ! সে বলিয়া চলিল, এই অনুপস্থিতিতে কে কিরূপ নিন্দ করিয়াছিল, কে কি বলিয়া উপহাস-বিদ্রপ করিয়াছিল, কত আনন্দ পগু হইয়াছিল এই সব । কিন্তু শ্রোভা কোথায় ? এই তুচ্ছ কাহিনী হইতে কিরণময়ী তখন অনেক দূরে সরিয়া গিয়াছিল । হঠাৎ একসময়ে সতীশ তাহার লুচি খাওয়া ও গল্প বলা বন্ধ করিয়া জিজ্ঞাসা করিল, আপনি শুনচেন ন!—কি ভাবচেন ? - কিরণময়ী চকিত হইয়া হাসিয়া বলিল, শুনচি বৈকি ঠাকুরপো! কিন্তু আমি বলি, অমুখ-বিহুখে যত্ন করাই ত ভাল। সতীশ উত্তেজিত হইয়া বলিল, ভাল, কিন্তু বাড়াবাড়ি কি ভাল ? এই সেবার ছোটবেীর পান-বসন্তু হয়েছিল, উপনদা আট-দশদিন তার শিয়র থেকে উঠলেন না । বাড়িতে এত লোক আছে, তার নাওয়া-খাওয়া বন্ধ করার কি প্রয়োজন ছিল ? কিরণময়ী ক্ষণকাল তাহার মুখের পানে নি:শবে চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিয়া উঠিল, আচ্ছা ঠাকুরপো, তোমার উপনদা কি ছোটবোঁকে বড় ভালবাসেন ? সতীশ তৎক্ষণাৎ বলিল, ওt—ভয়ানক ভালবাসেন । কিরণময়ী আবার কতক্ষণ চুপ করিয়া চাহিয়া থাকিয়া বলিল, ছোটবোঁ দেখতে কেমন ঠাকুরপো ? খুব সুন্দরী ? : 3. So