পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ श्रँग्र! cनंण । नउँौ* वज्र घ८ब्रञ्च मङ्गल नांद्र श्ब्र शाग्र ८मर्थिञ्च किद्र*थशैौ दाख श्ऎबाँ বাহিরে আসিয়া ডাকিল, যেয়ে না ঠাকুরপো, শোনো— সতীশ ফিরিয়া দাড়াইয়া টেগাইয়া কহিল, কি হবে শুনে ? সত্যি বলচি বৌঠান, সে যে এভবড় ছোটলোক, তা স্বপ্নে ও ভাবিনি। যেখানে সে থাকে, সেখানে আমি থাকিনে। আজ বুঝতে পারচি, হঠাৎ কেন সেদিন বাবা ও রকম চিঠি লিখেছিলেন । কিন্তু বোলো সেই ই গুরটাকে, আমি তাকে গ্রাহ ও করিনে । কিরণময়ী ব্যাকুল হইয়া কহিল, কাকে ? কি বলচ ঠাকুরপো ? ঠিক বলটি বৌঠান, ঠিক বলছি। তাকে বললেই সে বুঝবে। কিন্তু তোমাকেও বলে যাই মাজ-বিনা দোষে তোমার বাড়ির দরজা আমার মুখের ওপর বন্ধ করে দিলে বটে—কিন্তু একদিন বুঝবে-সতীশ যত মন্দই হোক, তাকে বিশ্বাস করে কেউ কোনদিন ঠকেনি। আর একটা কথা তাকে বোলো, সে যত ইচ্ছে—প্ৰাণ ভরে আমার সৰ্ব্বনাশের চেষ্টা করে যেন, কিন্তু আমিও তাকে আর মুখ দেখাব না, সেও যেন আমাকে —হঠাৎ সতীশ দরজার দিকে চাহিয়া থামিয়া গেল, এবং পরক্ষণেই মুখ ফিরাইয়া ঝড়ের বেগে প্রস্থান করিল। তাহারই দৃষ্ট অমুসরণ করিয়া কিরণময়ীরও দুই চক্ষু পাথরের মূৰ্ত্তির মত শুদ্ধ উপেন্ধের মুখের উপর গিয়া পড়িল । তিনি চেচামেচি শুনিয়া রোগীর শয্যাপার্শ্ব হইতে উঠিয়া আপিয়া ঘরের কবাট ঈষদুযুক্ত করিয়া দাড়াইয়। শুনিতেছিলেন । কিরণময়ীর একবার মনে হইল, ব্যাপারটা কি, উপেন্দ্র তাহা জানিতে চাহিবেন। কিন্তু তিনি কোন কথাই বলিলেন না, নি:শবো কবাট বন্ধ করিয়া দিয়া ভিতরে সরিয়া গেলেন । কিরণময়ীর বিস্ময়ের অবধি নাই। এ কি কাও ! সতীশ তাহার উপীনদাকে এমন করিয়া তাহার মুখের উপর অপমান করিয়া গেল কেমন করিয়া ? কিসের জন্ত ? সে রান্নাঘরে ফিরিয়া গিয়া হাতের কাজগুলো যেন স্বপ্নাবিষ্টের মত করিয়া যাইতে লাগিল, কিন্তু মনের মধ্যে একটা গভীর ক্ষুব্ধ বিস্ময় সহস্র রূপ ধরিয়া নিরস্তর চক্রাকারে পরিভ্রমণ করিয়া ফিরিতে লাগিল। তাহার ঘরের মধ্যে যে এতবড় একটা বিপদ আসন্ন হইয়া রহিয়াছে, ক্ষণকালের জন্য সে তাহাও ভূলিল, শুধু ভাবিতে লাগিল, কাল সন্ধ্যার পর সতীশ বাসায় ফিরিয়া গেছে, তার পরে একটা রাত্রির মধ্যে এমন কি ঘটনা ঘটিতে পারে যাহাতে সে এমন উন্মত্ত আচরণ করিয়া চলিয়া গেল । অথচ উপেক্স একটা কথাও জানিতে চাহিলেন না । তাহার মনে হইল, ক্ষণকালের জন্ত উপেক্সর শুষ্ক কঠিন মুখের উপর যেন দুঃসহ বিস্ময় ফুটিয়া উঠিয়াছিল, কিন্তু ইহা সত্য কিংবা শুধু তাঁহারই মনের কল্পনা, তাই বা কে জানে । $歌邨