পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

=ङ्ग९-जांश्छ्रेिखा-ज९&धंछ् ব্যথা অনুভব করিল। পীড়িত-চিত্তে কিছুক্ষণ মৌন থাকিয়া কহিল, এ দুঃখের গণ্ডী থেকে শুধু তার নয় বৌঠান, আপনারও বার হওয়া উচিত । কিরণময়ী কাতর দৃষ্টিতে চাহিয়া কহিল, আমার আর কে আছে ঠাকুরপো, কার कांtछ् शांद ? উপেন্দ্র প্রশ্ন করিল, আপনার বাপের বাড়িতে কেউ নেই ? কিরণময়ী হাসিল । কহিল বাপের বাড়ি যে কোথায়, তা ত জানিনে, মামার বাড়িতে মানুষ হয়েছিলাম, তাদের খবরও আট-দশ বছর জানিনে। - দশ বছর বয়সে বিয়ে হয়ে সেই যে এ-বাড়িতে ঢুকেচি, মরণ না হলে বোধ করি আর বার হতেই পারব না । উপেন্দ্র অধিকতর ব্যথিত হইল। একটু চিন্তা করিয়া কহিল, তবে আপনিও কেন মাসীমার সঙ্গে পশ্চিমে যান না। বেড়ানোও হবে, তীর্থ করাও হবে, বলিয়া সে কিরণময়ীর ভাব দেখিয়া আশ্চৰ্য্য হইয়া গেল। কারণ, এমন প্রস্তাবে সে কিছুমাত্র আনন্দ প্রকাশ করিল না। তেমনি নিরুৎসাহ-মুখে নীরবে চাহিয়া রহিল। উপেন্দ্রর তৎক্ষণাৎ মনে পড়িল, সে বাড়ি ছাড়িয়া যাইতে পারিতেছে না। কহিল, আপনি এই বাড়ির জন্যে ভাবচেন ত ? কোন চিন্তা করবেন না । আমি দেখবারশোনবীর বন্দোবস্ত করতে পারব। কোন জিনিস নষ্ট হবে না । এইবার কিরণময়ী মুচকিয়া হাপিল। কহিল, তুমি আমার সেই প্রথম রাত্রির পাগলামি স্মরণ করে বুঝি এ-কথা বললে ঠাকুরপো ? উপেন্দ্র অপ্রতিভ হইয়া তাড়াতাড়ি কহিল, না, না, তা নয় । কিন্তু তাও যদি হয়, তাকেই বা পাগলামী বলচেন কেন ? ও-অবস্থায় ও-রকম সতর্ক হওয়া ত সকলেরই উচিত । কিরণময়ী সহাস্তে কহিল, ঐ অতখানি সতর্ক হওয়া ঠাকুরপো ? উপেন্দ্ৰ কহিল, নয় কেন ; নিজের ঘর-বাড়ি, বিষয়-সম্পত্তির প্রতি মমতা কার নেই? ভবিষ্যতের দুশ্চিন্তা কার হয় না ? না, না, অমন কথা আপনি বলবেন না। তাতে অসঙ্গতি বা অস্বাভাবিকতা কিছুমাত্র ছিল না। না থাকলেই ভাল। কিন্তু আমি ত এখন সেটা নিছক পাগলামী ছাড়া জার কিছুই ভাবতে পারিনে ; এবং হঠাৎ গম্ভীর হইয়া কহিল, তোমাকেও সন্দেহ। ছি, हि, कि कट्टे-कथाहे बरलछ्नूिय ! भएन एप्ल ७थन निरबहे जण्वन्त्र भट्द्र थांहे । বলিতে বলিতে তাহার স্বভাবস্থদর মুখখানি সঙ্কতজ্ঞ অক্ষতাপে যেন বিগলিত হইয়া গেল। উপেক্স প্রতিবাদ করিল না, নীরবে চাহিয়া রহিল। একমুহূর্ত মৌন থাকিয়া ארל