পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিত্রহীন . . বিপুল আবেগে তাহাকে বক্ষে টানিয়া লইয়া চুপি চুপি কহিল, মিথ্যে নয় ৰেনি, কোথাও এর মধ্যে এতটুকু মিথ্যে নেই। গঙ্গা এসেছিল বৈ কি ! তুমি যা বুৰেছ, যা পড়েচ, সব সত্যি। সত্যিই তো সবাই চিনতে পারে না দিদি, তাই ঠাট্টা-তামাসা করে। বলিতে বলিতেই তাহার দুই চক্ষু অশ্রজলে প্লাবিত হইয়া গেল। . ." সরোজিনী এবং উপেন্দ্র উভয়েই বিস্ময়ে হতবুদ্ধি হইয় তাহার মুখপানে চাহিয়৷ রহিল। কিরণময়ী সেদিকে ক্ৰক্ষেপমাত্র করিল না। তাহাকে তেমনি বুকে চাপিয়া রাখিয়া চোখ মুছিয়া ধীরে ধীরে কহিল, বোন, যারা অনেক ধৰ্ম্মগ্রন্থ পড়েচে, তার জানে, আজ তুমি কেমন করে বিচার করে দিলে, এর চেয়ে বেশি বিচার কোন ধৰ্মগ্রন্থে, কোন পণ্ডিত কোনদিন করতে পারেননি।—তাদের সবাইকে এমনি করেই নিজেদের মনের কথা বলতে হয়েচে । এ-কথা যে জানে, তার সাধ্য নেই আজ তোমার মুখের কথা কয়টি শুনে হাসে। বলিয়া তাহাকে ছাড়িয়া দিয়া সরোজিনীর দিকে ফিরিয়া চাহিয়া কহিল, তুমি রোধ করি ভাই, আমার কাও দেখে আশ্চর্ঘ্য হয়ে গেছ। হবারই কথা। বলিয়া একটুখানি হাসিল . . . . কিন্তু সৰ্ব্বাপেক্ষ অধিক হতবুদ্ধি হইয়াছিল উপেন্দ্র নিজে! বস্তুত, কিরণময়ীর এই অদ্ভূত ভাব-পরিবর্তনের হেতু সে একেবারেই বুঝিতে পারে নাই। যে মাত্র কিছুক্ষণ পূর্বেই স্পষ্ট করিয়া বলিয়াছে, বুদ্ধি এবং অভিজ্ঞতা ভিন্ন অন্ত কোন প্রকার ভূলাওই সে গ্রাহ করে না, এবং যে বস্তু ইহার বাহিরে, তাহাকে ভিতরে প্রবেশ করাইবারও কিছুমাত্র প্রয়োজন অনুভব করে না, সে স্বরবালার এই একান্ত সরল ও ছেলেমামুষিতে বিচলিত হইল কি প্রকারে।. তাহাকে বুকে টানিয়া লইয়া স্তুে কথাগুলি এইমাত্র কহিল, সে ত মন-রাখা কথা নয়। তা ছাড়া সে নিশ্চয় জানিত, স্বাহ বলিয়াছে তাহার যথার্থ তাৎপর্ঘ্য হৃদয়ঙ্গম করা স্বরবালার সাধ্য নয়। সৰ্ব্বাপেক্ষ বিস্ময়কর, তাহার আকস্মিক উদগত অশ্রু। সে আসিল কি প্রকারে । এতদ্ব্যতীত্ব আর একটা কথা। উপেন্দ্র নি:সংশয়ে জানিত, এই প্রকার তীরবুদ্ধি নর-নাৰী আবেগ প্রকাশ করিতে কিছুতে চাহে না। কোনমতে প্রকাশ পাইলেও তাহদের লঙ্কার: পরিসীমা থাকে না। কিন্তু লেশমাত্র লজ্জাও সে যে নিজের ব্যবহারে অনুভব করিয়াছে, যে লক্ষ সম্পূর্ণ অপরিচিত সরোজিনীর কাছেও ধরা পড়িল না। -- সন্ধা হয়ে গেল। কিরণময়ী সকলের কাছে কিয় গ্রহণ কৰি शैप्त की। গাড়িতে মালিয়া উপবেশন করিল। . . . . . . . দিবাকর বাড়ি ছিল না ; সান্ধ্যক্রমণে বাহির হইয়াছিল। স্বতরাং ইতস্তস্থ - לb-& - . - ، ام ان ای کد Bא-tיל ל