পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/২০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ । ছিল যখন লব একে একে গেল তখন এলেন একজন টাটকা পাশ-করা ডাক্তার – আচ্ছা ঠাকুরপো, অনঙ্গ ডাক্তারকে তোমর। দেখেছিলে না ? উপেন্দ্ৰ কহিল, হ্যা ! কিরণময়ী বিলের মত একটুখানি হাসিয়া কছিল, তিনিই ? হায় য়ে পোড়া কপাল! এ-ঘরে স্বামী মর-মর, ও-ঘরে গেলুম তাকে নিয়ে ভালবাসার স্বাদ মিটাতে। উপেন্দ্র ঘাড় হেঁট করিয়া নিঃশব্দে বসিয়া রহিল। কিরণময়ী কথা কহিতে গেল, কিন্তু কে যেন গলাটা তাহার চাপিয়া ধরিয়া কণ্ঠরোধ করিল। খানিকক্ষণ প্রবল চেষ্টার পর শুষ্কশ্বরে বলিয়া উঠিল, শুনেই তোমার ঘাড় হেঁট হয়ে গেল ঠাকুরপো তৰু, ত সেই অনঙ্গ ডাক্তারকে তুমি চেন না। চিনলে বুঝতে পারতে, কত বৎসরের দুৰ্দ্ধান্ত জনাবৃষ্টির জালা আমার এই বুকের মাঝখানে জমাট বেঁধে ছিল বলেই এমন অসম্ভব সম্ভব হতে পেরেছিল। কি জানো ঠাকুরপো, ধে তৃষ্ণায় মানুষ নর্দমার গাঢ় কালো জগও অঞ্জলি ভরে মুখে তুলে দেয়, আমারও ছিল সেই পিপাসা। কিন্তু সে-খবর পেলুম সেই জল গলায় ঢেলে দিয়ে। তার পরে—উ, সে কি গা-বমি-বমির দিনগুলোই কেটেচে ; বলিতে বলিতেই তাহার আপাদমস্তক বারংবার শিহরিয়া উঠিল। একটা উৎকট দুর্গন্ধময় বিষাক্ত উদগার যেন তাহার কণ্ঠ পৰ্য্যন্ত উচ্ছ্বসিত হইয়া উঠিল। ক্ষণকাল স্থির থাকিয় আপনাকে সামলাইয়া লইয়। কিরণময়ী পুনশ্চ কহিল, কিন্তু বমি করতেও পারলুম না ঠাকুরপো, শাশুড়ী আমার মুখ চেপে ধরলেন। অনঙ্গ তখন সংসারের অর্ধেক ভার নিয়েছিল। উপেক্স সেই একভাবে পাথরে গড় মূর্কির মত বসিয়া রহিল। তাহার নির্বাক নত মুখের দিকে একবার কটাক্ষে দৃষ্টিপাত করিয়া কিরণময়ী বলিল, তার পরে আসক্তি-স্বশার, তৃষ্ণ-বিতৃষ্ণার অবিশ্রাম সংঘর্ষে যে গরল অহরহ উঠতে লাগল ঠাকুরপো, দেবদানবের নিষ্ঠুর আকর্ষণে মন্দার-পীড়িত বাস্থাকিও বোধ করি ততখানি বিষ তার অতবড় মুখ দিয়ে ছাড়তে পারেনি। আমার মনে হয়, এ-বাড়ির প্রত্যেক ইট-কাঠ, দরজা-জানালা, কড়ি-বরগা পৰ্য্যন্ত বিষে নীল হয়ে আছে । একটুখানি থামিয়া কছিল, কতদিনে কেমন করে যে এর শেষ হতো, আমি জানিনে। কত ভেবেচি, কিন্তু কোনদিন কোন কুলকিনারাই চোখে দেখিনি। কিন্তু কি জাত হাতে করেই তুমি উদয় হলে ঠাকুরপো, কোথায় বা গেল বিষের জালা, জার কোথায় বা রইল বিদ্বেষ-বিতৃষ্ণ । চোখের পলকে এ-সব এমনি তুচ্ছ হয়ে গেল যে, অনঙ্গকে বিদায় দিতে আমার একটা মিনিটও লাগল না। তুমিই যেন এসে আমার কানে কানে উপায় বলে দিয়ে গেলে ! জানো ত ঠাকুরপো, S kDDBBZB DD BBBBBS BBDD DD DDD DDDBBB BB BBB BBB >றக்