পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/২২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छब्रेिङ्गशैम DDD gDS DBS DDDDD S gD BBBB DDBBB B DDD DD আরও একমাত্রা বাড়িয়া গেল। সতীশকে সে লুকাইয়া না ভালবাসিলে ইহার সমস্ত লুকোচুরিট হয়ত্ত তাহার কাছে লুকানই থাকিস্ত, কিন্তু প্রণয়ের অন্তদৃষ্টিকে জত সহজে প্রতারিত করা গেল না। ব্যাপারটা ঠিক না জানিয়াও তাহার হৃদয় কেমন করিয়া ধেন আসল কথাটা বুঝিয়া লইল । সতীশ ব্যথিত বিস্ময়ের সহিত সরোজিনীর প্রতি চাহিল। তাহার কণ্ঠস্বরে কলহের চাপ স্বরটা সতীশের কানের মধ্যে তীক্ষভাবে বজিয়া সাবিত্রীকে স্মরণ করাইয়া দিল । কিন্তু ইতিমধ্যে সরোজিনীও যে তাহাকে ভালবাসিয়া ফেলিতে পারে এমন সম্ভাবন। সর্তীশের মনে স্বপ্নেও উদয় হইল না। স্বতরাং তাহার এই উত্তপ্ত প্রশ্নোহর-মালার যথার্থ হেতু সে সত্যকার আলোকে দেখিতে পাইল না। ইহাকে উচ্চশিক্ষিত রমণীর নিছক স্পর্ধিত অভিমান কল্পনা করিয়া সে নিজেও মনে মনে জলিয়া উঠিল এবং জবাবও দিল তেমনি করিয়া । কহিল, উপীনদার সমাজ ও শিক্ষা যে কি, সে ত বেশ জানেন ! কিন্তু, তবুও তিনি হয়ত আপনাদের সঙ্গে মেলা-মেশা করতে পারেন, কিন্তু, আর কেউ না পারলে তাকে জবাবদিহি করতে হৰে এর কোন মানে নেই। যাই হোক, আমাকে মাপ করবেন, এ-সব আলোচনার আমি কোন সার্থকতা দেখতে পাইনে । সরোজিনী স্তব্ধ হইয়। রহিল, এবং সতীশও নিঃশবে মধোমুখে চুপ করিয়! সংিল। একটা গাড়ি আসিয়। ফটকের সম্মুখে দাড়াইল এবং জ্যোতিষবাবু উচ্চকণ্ঠে সতীশের নাম ধরিয়৷ ডাকিতে ডাকিতে আলোক ও লোকজন সঙ্গে বাগানে প্রবেশ করিলেন । অসংখ্য ধন্যবাদ, নিমন্ত্রণ, আমন্ত্রণ ইত্যাদি যথারীতি সমাধা করিয়া জ্যোতিষ যখন ভগিনীকে লইয়া প্রস্থানের উদ্যোগ করিলেন, তখন সতীশ সরোজিনীকে প্রশ্ন করিল, একটা খবর আপনাকে আমার জিজ্ঞাসা করা হয়নি। ছারামবাৰু বলে উপীনদার একজন বন্ধু ছিলেন, তার কি হয়েছে বলতে পারেন ? জ্যোতিষ আশ্চৰ্য্য হইয়া তাহার জবাব দিলেন, বা, আপনি শোনেন নি । তিনি ত মারা গেছেন । সংবাদ শুনিয়া সতীশ ক্ষণকাল চুপ করিয়া দাড়াইয়া থাকিয়া কছিল, তার মা, র্তার স্ত্রী এর কোথায় আছেন জানেন ? সরোজিনী ইহার উত্তর দিল। কহিল, তারা বাড়িতেই আছেন, স্থির হয়েছে, দিবাকরবাবু তাদের বাড়িতে থেকে কলেজে পড়বেন—তিনি তাদের তার নেবেন। cजTांऊिष श्र्लां९ ङगिनैौरक अत्र कब्रिट्जन, शब्रांनयांदूह शैौ बांभांtनग्न बाफ़िरज একদিন এসেছিলেন না ? ኟእ¢