পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিত্রহীন কিরণময়ী হাসিয়া কছিল, সে জামায় এখনো এপারেই আছে। এতদিন চলেও ধেতুম, শুধু— শুধু কি বৌদি ? - শুধু যদি একবার জানাতো জামাকে চায় কি না । निवाकद्र शूनब्रांश्च विन्द्रब्रॉनब्र इऐब्रां कश्लि, ८क ७ नोtब्र आ८छ् ? ८क बांनाटव, সে তোমাকে চায় কি না ? কি ষে ভূমি বল বৌদি ! কিরণময়ীর মুখের উপর পলকের জন্য একটা মান ছায়া ভাসিয়া আসিল, কিন্তু ক্ষণকালেই তাহা অপস্থত হইয়া আবার সমস্ত মুখ উজ্জল হইয়া উঠিল, এবং কৃত্রিম ক্রোধের স্বরে কছিল, তুমি ত বড় দুই ঠাকুরপো! নিজে মুখ ফুটে কিছুই বলতে চাও না, কেবল জামার মুখ থেকে একশবার শুনতে চাও? যাও, তার খবর আমি তোমাকে দিতে পারব না। বলিয়া মুখটা একটু আড়াল করিয়া টিপিয়া টিপিয়া হাসিতে লাগিল । দিবাকর এ হাসি দেখিতে পাইল এবং একটা অজ্ঞাত আবেগে তাহার হৃদস্পন্ন দ্রুত-তালে চলিতে লাগিল। একটুখানি সামলাইয়া কহিল, জামার আবার কি কথা আছে বৌদি যে মুখ ফুটে তোমাকে বলব ? *4 কিরণময়ী ফিরিয়া দাড়াইয়া বলিল, এত করে এতদিন যে শেখালুম, সবই কি ব্যর্থ হ’লে ? একবার নিজের বুকে হাত দিয়ে দেখ দিকি, একটা ভয়ানক কথা ওখানে তোলপাড় করে বেড়াচ্চে কি না ? সতি্যু ব’লো ? দিবাকর মন্ত্ৰমুগ্ধবৎ কছিল, কি কথা ? কি শেখালে তুমি ? কিরণময়ী কহিল, অবাকু করলে ঠাকুরপো । এই বয়সেই কি অভিনয় করতেই শিখেচ । কিন্তু ভূমি মুখ-ফুটে না বললে, আমিও বলচিনে, এতে আমারই বুক ফাটুক, আর তোমারই বুক ফেটে যাক। বলিয়াই হঠাৎ ইেট হইয়া দিবাকরের দাড়িটা হাত नेिब्रां *कदांच्च माक्लिब्रां नेिब्रां घब्र हहे८७ जड*८म दाश्ब्रि झझेब्रt cशृण । দিবাকর শুদ্ধ হইয়া বসিয়া রহিল। কিরণময়ী এ পর্য্যন্ত তাহাকে কতবার কত প্রকারে পরিহাস করিয়াছে, সহস্রবার সহস্ৰ ছলে স্পর্শ করিয়াছে, কিন্তু আজিকার এই পরিহাস, এ স্পর্শ তাহার কানের ভিতর দিয়া সৰ্ব্বাঙ্গের স্বায়ু-শিরায় যেম প্ৰজলিত তড়িৎ-প্রবাহ সঞ্চারিত করিয়া দিয়া গেল। নিজের দেহের প্রত্যেক রক্ত-বিন্দুটির এতবড় আশ্চৰ্য্য দ্রুতবেগ সে কখনো অনুভব করে নাই ।