পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৪১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ । বারীনের ঘোষ ) সঙ্গে আজকাল প্রায়ই দেখা হয় । সে বলে সে কখনো আর ও-মুখে হবে না । অত ভীষণ কড়াকড়ির মধ্যে ওর আত্মা-পুরুষ যে আজও খাচা ছাড়া · হয়নি সে ওর বহুভাগ্য । কিন্তু তোমাদের mother এর সম্বন্ধে ওর একটা গভীর উক্তি আছে বলে ও-রকম আশ্চৰ্য্য মানুষ দেখা যায় না। বলে তার স্থশ্ববৃষ্টি একটা অদ্ভূত ব্যাপার। যেমন খাটবার শক্তি, যেমন discipline বোধ তেমনি প্রখর বুদ্ধি। প্রত্যেকটি লোকের প্রত্যেক ব্যাপার তার চোখের মুখে থাকে। তার আদেশ ও উপদেশ ছাড়া এখানে কিছুই হতে পারে না। এই জন্যই বাইরে থেকে যারা হঠাৎ যায় তারা তার সম্বন্ধে নানাবিধ উন্টো-পাণ্টা ধারণা নিয়ে ফিরে আসে। ‘দোলা'র কাটাকাটিগুলো একটু বিবেচনা করে পড়ে। হঠাৎ চটে যেয়ে না। আবার এমনও হতে পারে ওর অনেক কাটাকুটিই শেষ পর্য্যন্ত আমি নিজেই আবার বপিয়ে দেবো। সে যাই হোক, আমাকে উৎসর্গ করো না । বরঞ্চ এটা কোরো রবীন্দ্রনাথকে। আমার আর একবার বিজয়ার স্নেহাশীৰ্ব্বাদ রইলো। ইতি— শ্রীশরৎচন্দ্র চট্টোপাধ্যায় পুঃ – অনিলের চিনি করতে পারার খবরটা নিশ্চয়ই দিয়ে। পারলে জাভা চিনি তো অত্যন্ত সহজেই বয়কট করা যেতে পারে। সে তো দেশেরই একটা মহৎ কাজ । sav.