পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐীকান্ত আমি ত কখনো যাইনে লক্ষ্মী, যখনি দূরে গেছি—তুমি শুধু চাওনি বলেই। সে তোমার লক্ষ্মী নয়—সে আর কেউ । সেই আর কেউকেই আজও ভয় করি ষে । না, তাকে আর ভয় ক’রো না, সে রাক্ষসী মরেচে। এই বলিয়া সে আমার সেই হাতটাকেই খুব জোর করিয়া ধরিয়া চুপ করিয়া বসিয়া রহিল। মিনিট পাঁচ-ছয় এইভাবে থাকিয়া হঠাৎ সে অন্য কথা পাড়িল, বলিল, তুমি কি সত্যিই বৰ্ম্মাই যাবে ? সত্যিই যাবো । - কি করবে গিয়ে—চাকরি ? কিন্তু আমরা ত দু’জন—কতটুকুতেই বা আমাদের দরকার ? কিন্তু সেটুকুও ত চাই ! সে ভগবান দিয়ে দেবেন। কিন্তু চাকরি করতে তুমি পারবে না, ও তোমার ধাতে পোষাবে না । না পোষালে চলে আসব । আসবেই জানি। শুধু আড়ি করে অতদূরে আমাকে টেনে নিয়ে গিয়ে কষ্ট দিতে bī 3 | কষ্ট না করলেই পার । রাজলক্ষ্মী কুদ্ধ কটাক্ষ করিয়া বলিল, যাও, চালাকি করো না । বলিলাম চালাকি করিনি, গেলে তোমার সত্যিই কষ্ট হবে । রাধাবাড়া, বাসনমাজা, ঘরদোর পরিষ্কার করা, বিছানা-পাতা— রাজলক্ষ্মী বলিল, তবে ঝি-চাকরেরা করবে কি ? কোথায় ঝি-চাকর ? তার টাকা কৈ ? রাজলক্ষ্মী বলিল, নাই থাক। কিন্তু যতই ভয় দেখাও আমি যাবই। চলো। শুধু তুমি আর আমি। কাজের তাড়ায় না পাবে ঝগড়া করবার অবসর, না পাবে পূজো-আহ্নিক-উপোস করার ফুরসত। তা হোক গে। কাজকে আমি কি ভয় করি নাকি ? করো না সত্যি, কিন্তু পেরেও উঠবে না, দু’দিন বাদেই ফেরবার তাড়া লাগাবে। তাতেই বা ভয় কিসের ? সঙ্গে করে নিয়ে যাব, সঙ্গে করে ফিরিয়ে আনব । রেখে আসতে হবে না ত এই বলিয়া সে একমুহূর্ত কি ভাবিয়া বলিয়া উঠিল, সেই ভালো। দাসদাসী লোকজন কেউ নেই, একটি ছোট বাড়িতে শুধু তুমি আর আমি— যা খেতে দেব তাই খাবে, যা পরতে দেব তাই পরবে—না, তুমি দেখে, আমি হয়ত আর আসতেই চাইব না। 净净