পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ পদ্মা চলিয়া গেল । সকালে উঠিয়া কমললতাকে দেখিতে পাইলাম না, পদ্মার মুখে শুনিলাম সে বিকালে আসে। সারাদিন কোথায় থাকে কেহ জানে না। তবু নিশ্চিন্ত হইতে পারিলাম না, রাত্রের কথা স্মরণ করিয়া কেবলি ভয় হইতে লাগিল, পাছে সে চলিয়া গিয়া থাকে, আর দেখা না হয় । বড়গোসাইজীর ঘরে গেলাম । খাতাগুলি রাথিয়া বলিলাম, গহরের রামায়ণ । তার ইচ্ছে এগুলি মঠে থাকে । দ্বারিকাদাস হাত বাড়াইয়া গ্রহণ করিয়া বলিলেন, তাই হবে নতুনগোসাই । যেখানে মঠের সব গ্রন্থ থাকে তার সঙ্গেই এটি তুলে রাখব। মিনিট-দুই নিঃশব্দে থাকিয়া বলিলাম, তার সম্বন্ধে কমললতার অপবাদ তুমি বিশ্বাস কর গোসাই ? দ্বারিকাদাস মুখ তুলিয়া কহিলেন, আমি ? কথখনো না । তবু ত তাকে চলে যেতে হচ্চে ? আমাকেও যেতে হবে গোসাই । নির্দোর্থীকে দূর করে যদি নিজে থাকি, তবে মিথ্যেই এ পথে এসেছিলাম, মিথ্যেই এতদিন তার নাম নিয়েচি । তবে কেনই বা তাকে যেতে হবে ? মঠের কৰ্ত্ত ত তুমি-তুমি ত তাকে রাখতে পার ? গুরু ! গুরু ! গুরু! বলিয়। দ্বারিকাদাস অধোমুখে বসিয়া রহিলেন । বুঝিলাম গুরুর আদেশ—ইহার অন্যথ। নাই । আজ আমি চলে যাচ্চি গোঁসাই, পলিয়া ঘর হইতে বাহিরে অসিবার কালে তিনি মুখ তুলিয়া চাঠিলেন ; দেখি চোখ দিয়া জল পড়িতেছে, আমাকে হাত তুলিয়া নমস্কার করিলেন, আমিও প্রতিনমস্কার করিয়া চলিয়া আসিলাম । BBB BBBBBS BBB BBBB BBBS BB BBB ggS KB BBBS কিন্তু কমললতার দেখা নাই । নবীনের লোক আসিয়া উপস্থিত, আমাকে স্টেশনে পৌছাইয়া দিবে, ব্যাগ মাথায় লইয়া কিষণ ছটফট করিতেছে—সময় আর নাই— কিন্তু কমলপত ফিরিল না । পদ্মার বিশ্বাস সে আর একটু পরেই আসিবে, কিন্তু আমার সন্দেহ ক্রমশ: প্রত্যয়ে দাড়াইপ-সে আসিবে না । শেষ-বিদায়ের কঠোর পরীক্ষায় পরামুখ হইয়া সে পূৰ্ব্বাষ্ট্রেই পলায়ন করিয়াছে, দ্বিতীয় বস্তুটুকুও সঙ্গে লয় নাই । কাল আত্মপরিচয় দিয়াছিল ভিক্ষুক বৈরাগিণী বলিয়া, আজ সেই পরিচয়ই সে অক্ষুন্ন রাখিল । যাবার সময় পদ্মা কঁাদিতে লাগিল । আমার ঠিকানা দিয়া বলিলাম, দিদি বলেচে আমাকে চিঠি লিখতে—তোমার যা ইচ্ছে তাই আমাকে লিখে জানিও পদ্মা । § ot to