পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

निफूङि করিতে, চিঠিপত্র লিখিতে, কথাবার্ত কহিতে, রোগে শোকে চারিদিকে নজর রাখিতে, সকলকে শাসন করিতে, রাধিতে-বাড়িতে, সাজাইতে-গুছাইতে ইহার জুড়ি নাই । তিনি প্রায়ই বলিতেন, শৈল আমার পুরুষমানুষ হইলে এতদিনে জঙ্গ হইত। সেই শৈলকে যখন মেজকর্তা কটুক্তি করিতে লাগিলেন, তখন হঠাৎ বোধ করি, ভগবান তাহার মাথার মধ্যে গৃহিণীর কর্তব্যবুদ্ধি গুজিয়া দিয়া গেলেন। সিদ্ধেশ্বরী একটু রুক্ষম্বরে বলিয়া ফেলিলেন, বেশ ত মেজঠাকুরপো, তাই যদি হয়, তবে তুমিই বা আমাদের কাছে নালিশ না করে, নিজে শাসন করুচ কেন ? মা বেচে, আমি বেঁচে–কি-বোঁকে শাসন করতে হয় আমরা করব! তুমি পুরুষমানুষ, ভা৯র– ও কি কথা বাইরে যাও । লোকে শুনলে বলবে কি ! হরিশ লজ্জা পাইয়া বলিলেন, তুমি সবদিকে দৃষ্টি রাখলে ভাবনা কি বৌঠাকরুন। তা হলে কি একজন আর এক জনকে বাড়ীর মধ্যে হত্যা করে ফেলতে পারে ? বলিয়া বাইরে যাইবার উপক্রম করিতেই তার স্ত্রী বাধা দিয়া বলিল, বেশ ত, দাড়ি, দেখই না, উনি কি-বোঁকে কেমন শাসন করেন। হরিশ সে কথায় আর জবাব না দিয়া বাহিরে চলিয়া গেলেন । 8 দিন-পাচেক পরে সকাল হইতেই মেজগিনীদের জিনিসপত্র বাধাছাদা হইতেছিল। সিদ্ধেশ্বরী তাহ লক্ষ্য করিয়া দ্বারের বাহিরে আসিয়া দাড়াইলেন । মিনিটখানেক নিঃশব্দে চাহিয়া থাকিয়া কহিলেন, আজ এসব কি হচ্চে মেজবোঁ ? নয়নতারা উদাসভাবে জবাব দিল, দেখতেই ত পাচ্চ । তা ত পাচ্চি । কোথায় যাওয়া হবে ? নয়নতারা তেমনিভালে কহিল, যেখানে হোক । তবু, কোথায় শুনি ? কি করে জানব দিদি, কোথায় ? উনি বাসা ঠিক করতে বেরিয়েছেন, ফিরে না এলে বলতে পারিনে । তোমার ভাগুর শুনেচেন ? প্তাকে শুনিয়ে কি হবে ? যার শোনা দরকার, সেই, ছোটগিন্নী শুনচেন, আড়ালে দাড়িয়ে একবার দেখেও গেছেন । এটা নয়নতারার মিছে কথা । শৈলজার এই সকালবেলাটায় নিশ্বাস ফেলিবার অবকাশ থাকে না—সে কিছুই জানিত না । 良8缸