পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিষ্কৃতি বুড়ে বয়সে সেও আমাদের তেমনি দেখবে । মনে ভেবে, সে তোমার দেওর নয়, সস্তান। কিন্তু এমনি কলিকাল দিদি, সেই নন্দ মিত্তিরের চোখে ছানি পড়ে যখন চাকরিটি গেল, তখন নরেন উকিল—সহোদর ভাই হয়ে দাদাকে টাকা ধার দিয়ে স্বদে-আসলে পৈতৃক বাড়িটার অংশ পৰ্য্যস্ত নীলামে ডেকে নিলে । এখন নন্দ মিত্তির ভিক্ষে করে থায়, আর কাদে, স্ত্রীর কথা না শুনেই এখন এই অবস্থা। তবু ত খুড়তুত-জাঠতুত নয়, মায়ের পেটের ভাই । সিদ্ধেশ্বরী মনে মনে শিহরিয়া উঠিলেন, বল কি মেজবোঁ ! নয়নতারা বলিল, মিছে নয় দিদি, এ-কথা দেশশুদ্ধ লোক জানে । সিদ্ধেশ্বরী আর কথা কহিলেন না। তৎপূৰ্ব্বে র্তাহার এক একবার মনে হইতেছিল শৈলকে ডাকিয়া নিষেধ করেন, এবং কি করিলে যে তাহাদের যাওয়ার বিঘ্ন ঘটিতে পারে, মনে মনে ইহাও নানারূপ আলোচনা করিতেছিলেন ; কিন্তু নন্দ মিত্তিরের দুরবস্থার ইতিহাসে র্তাহার অন্তঃকরণ একেবারে বিকল হইয়া গেল । শৈলকে বাধা দিবার আর চেষ্টামাত্র রহিল না । গিরীশ তখন আদালতের জন্য প্রস্তুত হইতে উঠি উঠি করিতেছিলেন ; রমেশ আসিয়া কহিল, আমি দেশের বাড়িতে গিয়েই থাকব মনে করুচি । কেন ? রমেশ কহিল, কেউ বাস না করলে বাড়ি-ঘর-দোয়ও ভেঙে চুরে যায়, আর জমি-জায়গা পুকুরগুলোও খারাপ হয়ে যায়। আমারও এখানে কোন কাজ নেই । তাই বলচি । বেশ কথা । বেশ কথা । বলিয়া গিরীশ খুশী হইয়া সম্মতি দিলেন । BB BBBB KSgB BBB BB BB DBBSBBS B BBBB BBBB BBB ছিল, সে সংবাদ ভদ্র:লাক কিছুই জানিতে ন ন । তিনি আদালতে বাহির হইয়। যাইবার পরেই শৈল বড় জামের ঘরের চৌকাঠের নিকট হইতে র্তাহীকে গড় হইয়। প্রণাম করিল এবং সামান্য একটি তোরঙ্গমাত্র সঙ্গে লইয়া দুই ছেলের হাত ধরিয়া বাড়ি হইতে বাহির হইয়া গেল ! সিদ্ধেশ্বরী বিছানার ওপর কাঠ হইয়া পড়িয়া রহিলেন এবং নয়নতারা নিজের দোতলার ঘরের জানালা খুলিয়া দেখিতে লাগিল । Root 8جلاسس هa