পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়ী fমধ্যে কষ্ট দিলেন ? আমার কলকাতা যাওয়া আজ আর হলো না । বিজয়া । ( গম্ভীরভাবে ) আপনিই বা কেন না বললেন এটা ভাঙা ! নরেন । ( মহা বিরক্ত হইয়া ) একশোবার বলছি ভাঙা নয়, তবু বলবেন তাঙ ? ( ক্ৰোধ সংবরণ করিয়া উঠিয়া দাড়াইল ) আচ্ছা তাই তালো! আমি আর তর্ক করতে চাইনে। এটা ভাঙাই বটে। কিন্তু সবাই আপনার মত অন্ধ নয়। আচ্ছা চললুম। [ যন্ত্রটা বাক্সের মধ্যে পুরিবার উপক্রম করিল। ] বিজয় । ( গম্ভীরভাবে ) এখুনি যাবেন কি করে ? আপনাকে যে খেয়ে যেতে হবে । নরেন । না, তার দরকার নেই । বিজয় । কে বলঙ্গে নেই ? নরেন । কে বঙ্গলে ? আপনি মনে মনে হাসছেন ? অামাকে কি উপহাস করছেন ? বিজয় । আপনাকে কিন্তু নিশ্চয় খেয়ে যেতে হবে। একটু বস্থন জামি এখুনি জাসছি । [ বিজয়া বাহির হইয়া গেল। নরেন microscopeটা বাক্সের মধ্যে পুরিয়া টিপল্প DBB BBBBB BBBS BBBS BBB BBBBB BBS BB BBBBB BBB BBB সরঞ্জাম দিয়া ফিরিয়া আসিল । ] এর মধ্যেই ওটা বন্ধ করে ফেলেছেন ? আপনার রাগ ত কম নয় ! নরেন। (উদাসকষ্ঠে ) আপনি নেবেন না তাতে রাগ কিসের ? শুধু খানিকক্ষপ বকে ময়লুম এই যা। বিজয় । ( থালাটা টেবিলের ওপর রাখিয়া ) তা হতে পারে। কিন্তু যেটুকু বকেছেন, সেটুকু নিছক নিজের জন্যে। একটা ভাঙা জিনিস গচিয়ে দেবার মতলবে । আচ্ছা, খেতে বম্বন, আমি চা তৈরী করে দিই । [ নরেন সোজা বসিয়া রহিল ] আচ্ছা । আমিই না হয় নেয, আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে না। আপনি খেতে আরম্ভ করুন । নরেন । আপনাকে দয়া করতে তো আমি অনুরোধ করিনি । বিজয়া । সেদিন কিন্তু করেছিলেন ; ঘেদিন মামার হয়ে পুজোর স্বপারিশ করতে এসেছিলেন । লরেন। সে পরের জন্ত, নিজের জন্য নয়। এ অ ভ্যাস আমার নেই। বিজয় । তা সে যাই হোক, ওট। কিন্তু আর আপনার ফিরিয়ে নিয়ে যাওয়া চলবে না । এখানেই থাকবে । এবার খেতে বন্ধন । • রেন । এ-কথার মানে ? ss .