পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ কালে-ভত্রে দূরে টুরে দেখতে কাজে লাগতে পারে। [ আলো হাতে করিয়া কালীপদ প্রবেশ করিল । ] রাস । কালী দি, সেই বাবুট বোধ করি ওদিকে কোথাও বলে অপেক্ষা করছে, তাকে বলে দাওগে—ঐ যন্ত্রটা আমরা কিনতে পারব না-আমাদের দরকার নেই। এসে নিয়ে চলে যাক । বিজয় । ( ভয়ে ভয়ে ) তাকে বলেছি আমি নেব । রাস । ( আশ্চর্য্য হুইয়া ) নেবে ? কেন, ওতে প্রয়োজন কি ? [ বিজয়া নীরব } ব্লাস । উনি দাম কত চান ? বিজয় । দুশো টাকা । BB S BBB S BB BB BB S BBB BBS BB BB DDDDSB BB বিলাস । কলেজে তোমাদের F. A. class-এ Chemistryতে এসব অনেক ঘাটাঘাটি কয়েছ, দুশো টাকা microscope-এর দাম ? এ তো কেউ কখনো শেদুন। কালীপদ, যা ওকে নিয়ে যেতে বলে জায় । এসব ফন্দি এখানে খাটবে না । বিজয়া । কালীপদ, তুমি তোমার কাজে যাও । তাকে যা বলবার আমি নিজেই বলব । [ কালীপদর প্রস্থান ) বিলাল । ( শ্লেষ করিয়া ) কেন বাবা মিথ্যে অপমান হতে গেলে ? ওঁর হয়ত এখনো কিছু দেখিয়ে নিতে বাকী আছে । ( রাসবিহারী নীরব ) আমরাও অনেক রকম microscope দেখেছি বাবা, কিন্তু হো হো করে হাসবার বিষয় কোনটার মধ্যে পাইনি । বিজয় তাহার দিকে সম্পূর্ণ পিছন ফিরিয়া রাসবিহারীকে ] বিজয় । আমার সঙ্গে কি আপনার কোন বিশেষ কথা আছে কাকাবাবু ? রাস । ( অলক্ষ্যে পুত্রের উপর কুদ্ধ কটাক্ষ করিয়া ধীরভাবে ) কথা আছে বইকি মা । কিন্তু কিনবে বলে কি ওকে সত্যিই কথা দিয়ে ফেলেছ ? সে যদি হয়ে থাকে তো নিতেই হবে । দাম ওর যাই হোক তবু নিতে হবে । সংসারে ঠকাজেতাটাই বড় কথা নয় বিজয়ী, সত্যটাই বড় । সত্যভ্রষ্ট হতে তে তোমাকে আমি বলতে পারব না । বিলাস । তাই বলে ঠকিয়ে নিয়ে যাবে ? রাস। যাক । নিক ও ঠকিয়ে । জগদীশের ছেলের কাছে এর বেশী প্রত্যাশা ক’রে না বিলাস । কালীপদ গিয়ে বলে আম্বক, কাল এসে যেন কাছারি থেকে টাকাট नग्न थॉब्र ।

  • } &