পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়ী ভাগনীকে মানুষ করেছিলুম, তার নাম নলিনী । কলেজের ছুটি হয়েছে বলে সেও আমার সঙ্গে এসেছে। একটু অসুস্থ, নইলে— সহসা বিলাস প্রবেশ করিল । ] বিলাস। (বিজয়ার প্রতি কঠিনভাবে ) তারা চলে গেলেন, তুমি একটা খোজ পৰ্য্যস্ত নিলে না ? একে বলে কৰ্ত্তব্যে অবহেলা। এ আমি অত্যন্ত অপছন্দ করি । ( দয়ালের প্রতি ততোধিক কঠোরভাবে । আপনাকে বলেছিলুম ওঁদের সঙ্গে যেতে । নী গিয়ে এখানে বসে গল্প করছেন কেন ? দয়াল । ( অপ্রতিতভাবে ) মা’র সঙ্গে দু’টো কথা কইবার জন্যে—অাচ্ছা, আমি ত্র হলে যাই এখন । বিজয়া। না, আপনি বঝুন । বেলা হয়ে গেছে, এইখানে খেয়ে তবে যেতে পাবেন । ( বিলাসের প্রতি ) উনি সঙ্গে গেলে তাদের কি বেশী সুবিধে হ’তো ? বিলাস । তাদের দেখাশুনা করতে পারতেন । বিজয়া । সে ওঁর কাজ নয় । তাদের মত দয়ালবাবুও আমার অতিথি । বিলাস। না, ওঁকে অতিথি বলা চলে না। এখন উনি এস্টেটের অন্তভূক্ত। এঁকে মাইনে দিতে হবে । বিজয় । ( ক্রোধে মুখ আরক্ত হইয়া উঠিল, কিন্তু শাস্ত-কঠিনকণ্ঠে কহিল) দয়ালবাবু আমাদের মন্দিরের আচার্ষ্য । ওঁর সে সম্মান ভুলে যাওয়া অত্যন্ত ক্ষোভের ব্যাপার বিলাসবাৰু। বিলাস । ( কটুকণ্ঠে ) সে সম্মানবোধ আমার আছে, তোমাকে স্মরণ করিয়ে দিতে হবে না। কিন্তু দয়ালবাবু শুধু আচার্ধ্যই নন, ওঁর অন্ত কাজও আছে। সে স্বীকার করেই উনি এসেছেন । দয়াল । ( ব্যস্তভাবে উঠিয়া দাড়াইয়া ) মা, আমার অপরাধ হয়ে গেছে, আমি এক্ষুনি যাচ্ছি। বিজয় । না, আপনি বক্ষন, আপনাকে খেয়ে যেতে হবে । আর মাইনে তো উনি দেন না, দিই আমি । আমার সঙ্গে দু'দও গল্প করাটাকে আমি যদি অকাজ না মনে করি, তবে বুঝতে হবে আপনার কর্তব্যে ক্রটি হয়নি ; বিলাসবাবুর কর্তব্যের ধারণ যাই কেননা হোক । বিলাস। না, কৰ্ত্তব্যের ধারণ আমাদের এক নয়, এবং তোমাকে বলতে আমি বাধ্য যে তোমার ধারণা ভুল । বিজয়া। তা হলে সেই ভুল ধারণাটাই আমার এখানে চলবে বিলাসবাৰু। ৰিলাস । তোমার ভুলটাকেই আমায় স্বীকার করে নিতে হবে নাকি ? °》篱