পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विछग्नां নরেন। ( ক্ষণকাল হতবুদ্ধিভাবে চাহিয়া থাকিয়া) আপনার স্বমুখে সব কথা অামি গুছিয়ে বলতে পারিনে, আপনিও রেগে ওঠেন। হয়ত আপনার মনে হয় নিজের অবস্থাকে ডিঙিয়ে আপনার সমকক্ষ হয়ে আমি বলতে চাই, কিন্তু তা কখনো সত্যি নয়। আপনার বাড়িতে আসতে কত ষে সঙ্কুচিত হই সে আমিই জানি। এসে কি বলতে কি বলি, নিজের ওজন রাখতে পাঙ্কিনে, আপনি উত্যক্ত হয়ে পড়েন, কিন্তু সে আমার অঙ্কমনস্ক প্রকৃতির দোষে, আপনাকে অমৰ্য্যাদা করার জঙ্কে না । কিন্তু আপনাকে বিরক্ত করতে আমি জাসব না ! নমস্কার ! [ নরেন ধীরে ধীরে বাহির হইয়া গেল ] ব্যগ্রপদে রাসবিহারীর প্রবেশ । তাছার পিছনে দয়াল, হাতে রৌপ্যপাত্রে ফুল, চন্দন ও একজোড়া মোটা সোনার বালা । তাহার পিছনে দুইজন তৃত্যের হাতে ফুল মালা ইত্যাদি এবং তাহাদের পিছনে কৰ্ম্মচারীর দল। বিজয়া চেয়ার ছাড়িয়া উঠিয়া দাড়াইল । ] রাস । মা বিজয়া, আজ ষে নব-বৎসরের প্রথম দিন সে কথা কি তোমার স্মরণ অাছে ? বিজয় । একটু পূৰ্ব্বেই আপনি বলে গেলেন, নইলে ছিল না। রাস। ( মৃদ্ধ হাসিয়া ) তুমি ভুলতে পায়, কিন্তু আমি ভুলি কি কয়ে ? এই ষে আমার ধ্যান-জ্ঞান। বনমালী বেঁচে থাকলে আজকের দিনে তিনি কি করতেন মনে পড়ে মা ? বিজয়া। পড়ে বইকি । আজকের দিনে বিশেষ করে তিনি আমাকে আশীব্বাদ করতেন । রাস । বনমালী নেই, কিন্তু আমি আজ আছি। ভেবেছিলাম এই কৰ্ত্তব্য প্রভাতেই নিম্পন্ন করব, তোমাদের স্বাস্থ্য, আয়ু, নিৰ্ব্বিগ্ন জীবন ভগবানের শ্রীচরণে প্রসাদ ভিক্ষা করে নেব, কিন্তু নানা কারণে তাতে বাধা পড়ল । কিন্তু বাধা তো সত্যি নয়, সে মিথ্যে। তাকে স্বীকার করে নিতে পারি না তো মা ! জানি আজ তোমার মন চঞ্চল, তবু দয়ালকে বললাম, ভাই, আজকের এই পুণ্য দিনটিকে আমি ব্যর্থ যেতে দিতে পারব না, তুমি আয়োজন কর । আয়োজন স্বত অকিঞ্চনই হোক,-কিন্তু নিজেই যে আমি বড় অকিঞ্চন মা ! দয়াল বললেন, সময় কই ? বেলা ৰে যায়। সজোরে বললুম, যায়নি বেলা—আছে সময় । কোন কিছুই আজ আমি মানৰ না। আয়োজনের স্বল্পতায় কি আসে-যায় দয়াল, আড়ম্বরে বাইরের লোককেই শুধু ভোলানো যায়, কিন্তু এ যে বিজয়া! মা ৰে বুঝবেই এ তার পিতৃ-কল্প कांकांबांबूब अखरङ्गब्र ७ठ-कांबना । cणांक छूपॆण चांभांद्र यांघ्निर७, बांशाप्न छूझेल মালী স্কুল তুলতে–মাঙ্গলিক বাকিছু সংগৃহীত হতে বিলম্ব ঘটল না। মুকুট-মালা Vēst 3