পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ হয় শেষ বয়সে বাবা দেনার জালায় জুয়া খেলতে শুরু করেন। বোধ করি সেই ইঙ্গিত একটা চিঠির গোড়ায় ছিল। তারপরে নীচের দিকে এক জায়গায় তিনি উপদেশের ছলে সাত্বনা দিয়ে বাবাকে লিখেছেন, বাড়িটার জন্যে ভাবনা নেই—নরেন আমারও তো ছেলে, বাড়িটা তাকেই যৌতুক দিলুম। বিজয়া। (মুখ তুলিয়া) তারপরে ? নরেন। তারপরে সব অন্যান্ত কথা। তবে, এ পত্র বহুদিন পূব্বের লেখা। খুব সম্ভব, তার এ অভিপ্রায় পরে বদলে গিয়েছিল বলেই কোন কথা আপনাকে বলে যাওয়া আবশুক মনে করেননি । বিজয়া । (কয়েক মুহূৰ্ত্ত স্থির থাকিয়া) তাহলে বাড়িটা দাবী করবেন বলুন ? ( হাসিল ) নরেন । ( হাসিয়া ) করলে আপনাকেই সাক্ষী মানব । আশা করি সত্য কথাই বলবেন । বিজয়া । ( ঘাড় নাড়িয়া ) নিশ্চয় । কিন্তু সাক্ষী মানবেন কেন ? নরেন। নইলে প্রমাণ হবে কিসে? বাড়িটা যে সত্যই আমার সে-কথা তো আদালতে প্রতিষ্ঠিত করা চাই । বিজয়া। অন্ত আদালতের দরকার নেই,-বাবার আদেশ আমার আদালত । ও-বাড়ি আপনাকে আমি ফিরিয়ে দেব। নরেন । ( পরিহাসের ভঙ্গিতে ) চিঠিটা চোখে না দেখেই বোধ হয় ফিরিয়ে দেবেন ? বিজয়া । না, চিঠি আমি দেখতে চাই । কিন্তু এই এ-কথাই যদি থাকে-বাবার হুকুম আমি কোনমতেই অমান্ত করব না । নরেন। র্তার অভিপ্রায় যে শেষ পর্য্যন্ত এই ছিল তারই বা প্রমাণ কোথায় ? বিজয় । ছিল না তারও তো প্রমাণ চাই । নরেন। কিন্তু আমি যদি না নিই ? দাবী না করি ? বিজয় । সে আপনার ইচ্ছে। কিন্তু সে-ক্ষেত্রে আপনার পিসীর ছেলেরা আছেন। আমার বিশ্বাস অনুরোধ করলে তার দাবী করতে অসম্মত হবেন না । নরেন । ( সহাস্তে ) তাদের ওপর এ বিশ্বাস আমার আছে। এমন কি হলফ নিয়ে বলতেও রাজী আছি । (বিজয়া এ হাসিতে যোগ দিল না। চুপ করিয়া রহিল। ) অর্থাৎ আমি নিই না নিই, আপনি দেবেনই। - বিজয়া। অর্থাৎ, বাবার দান করা জিনিস আমি আত্মম্মাৎ করব না এই আমার পর্ণ । নরেন । ( শাস্তস্বরে ) ওঁ-বাড়ি যখন সৎকাজে দান করেছেন তখন আমি না \3Քեյ