পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रंभै। एवं अंधम धिं বিজয়ীর বসিবার ঘর পরেশ প্রবেশ করিল। তাহার পরিধানে চওড়া পাড়ের শাড়ি, গায়ে ছিটের জামা, গলায় কোচানো চাদর, কিন্তু খ লি পা । ] পরেশ । মা-ঠান, তিনটে-চারটে বেজে গেল পালকি এলো না তো ? আমার ম৷ কি বলছে জানো মা-ঠান ? বলছে, বুড়ে দয়ালের ভৗময়তি হয়েছে, নেমস্তন্ন করে ভুলে গেছে । বিজয় । তোর বুঝি বড্ড ক্ষিদে পেয়েছে পরেশ ? পরেশ । হি-বডড ক্ষিদে পেয়েছে । বিজয় । কিছু খাস্নি এতক্ষণ ? পরেশ । না। কেবল সকালে দুটি মুড়ি-মুড়কি খেয়েছিন্থ জার মা বললে, পরেশ, নেমতন্ন-বাড়িতে বড় বেলা হয়, দুটো ভাত খেয়ে নে । তাই—দেখো মা-ঠান, এই এত্ত ক’টি খেয়েছি । এই বলিয়া সে হাত দিয়া পরিমাণ দেখাইয়া দিল । জিজ্ঞাসা করিল—ী পরেশ । তোমার ক্ষিদে পায়নি মা-ঠান ? বিজয় । ( মৃদু হাসিয়া ) আমারও ভারী ক্ষিদে পেয়েছে রে । পরেশের মা প্রবেশ করিল । ] পরেশের মা। পাবে না দিদিমণি, বেলা কি আর আছে! বুড়ে করলে কি বল তো,—ভুলে গেল না তো ? লোক পাঠিয়ে খবর নেব ? বিজয় । ছি, ছি, সে করে কাজ নেই পরেশের মা । যদি সত্যই ভুলে গিয়ে থাকেন ভারী লজ্জা পাবেন । পরেশের মা । কিন্তু নেমস্তন্ন-বাড়ির আশায় তোমার পরেশ যে পথ চেয়ে চেয়ে সারা হলো । বোধ হয় হাজারবার নদীর ধারে গিয়ে দেখে এসেছে পালকি আসছে কি না। যা পরেশ, আর একবার দেখগে । ( পরেশ প্রস্থান করলে পরেশের মা পুনশ্চ কহিল ) কিন্তু সত্যি আশ্চয্য হচ্ছি র্তার বিবেচনা দেখে। কাল জত বেলায় তো ডাক্তারবাবুকে নিয়ে বাড়ি গেলেন, আবার ঘণ্টাকয়েক পরেই দেখি বুড়ে লণ্ঠন নিয়ে নিজে এসে হাজির। পরেশের মা, তোমার দিদিমণি কোথায় ? বললুম, ওপরে নিজের ঘরেই আছেন । কিন্তু এত রাত্তিরে কেন আচাযিামশাই ? বললেন, \డి?