পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/৩১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

鸚 놀 পাঁচ-সাত দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল, তাহার মহেশ কাল হইতে এখন পৰ্য্যন্ত ফিরে নাই। নিজে সে শক্তিহীন, তাই আমিন সকাল হইতে সৰ্ব্বত্র খুজিয়া বেড়াইতেছে। পড়ন্ত-বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল, স্তনেচ বাবা, মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে । গফুর কহিল, দূর পাগলি ! ই বাবা, সত্যি। তাদের চাকর বললে, তোর বাপকে বল গে যা দরিয়াপুরের খোয়াড়ে খুঁজতে । কি করেছিল সে ? তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা । গফুর স্তন্ধ হইয়া বসিয়া রহিল। মহেশের সম্বন্ধে সে মনে মনে বহুপ্রকারের দুর্ঘটনা কল্পনা করিয়াছিল, কিন্তু ও আশঙ্কা ছিল না। সে যেমন নিরীহ,তেমনি গরীব, স্বতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার নাই। বিশেষতঃ মানিক ঘোষ। গো-ব্রাহ্মণে ভক্তি তাহার এ অঞ্চলে বিখ্যাত । মেয়ে কহিল, বেলা যে পড়ে এল বাবা, মহেশকে আনতে যাবে না ? গফুর বলিল, না । কিন্তু তারা ষে বললে তিনদিন হলেই পুলিশের লোক তাকে গো-হাটায় বেচে ফেলবে ? গফুর কহিল, ফেলুক গে। গো-হাটা বস্তটা ষে ঠিক কি, আমিনা তাহা জানিত না, কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখমাত্রেই তাহার পিতা ষে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে, কিন্তু আজ সে আর কোন কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল । রাত্রের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল, খুড়ো, একটা টাকা দিতে হবে, এই বলিয়া সে তাহার পিতলের থালাটা বসিবার মাচার নীচে স্বাধিয়া দিল । এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত । বচর-দুয়ের মধ্যে সে বায়-পাচেক ইহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দিয়াছে । অতএব আজও আপত্তি করিল না । পরদিন বৰাস্থানে আবার মহেশকে দেখা গেল। সেই বাবলাতলা, সেই দড়ি, \sts yo